সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন। বিধানসভার মতো লোকসভাতেও রাজ্যজুড়ে দেখা গিয়েছে সবুজ ঝড়। আর ফল ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ঘটনা ঘটছে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বহু জেলা। মারধর, বাড়ি ভাঙচুর, বোমাবাজির ঘটনা ঘটেই চলেছে। যার মধ্যে বিজেপির নেতাকর্মীরাই বেশি আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যে আক্রান্ত কর্মীদের আইনি সাহায্য দিতে তৎপর হয়েছে আরএসএস। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের আইনি সাহায্য, পাশে দাঁড়াতে মাঠে নামল RSS
ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে তিনি সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যপালকে আবেদন জানিয়েছেন। চিঠির প্রতিলিপি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ভোটের পরে বিজেপির নেতাকর্মীদের উপর হামলা চালানোর ঘটনা পশ্চিমবঙ্গের একটি সংস্কৃত হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে অনেক বিজেপি কর্মী প্রাণ হারিয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের পর একের পর এক বিজেপি কর্মীদের নিশানা করা হচ্ছে।
শুভেন্দুর অভিযোগ, যারা বিজেপির কর্মীদের উপর হামলা চালাচ্ছে তারা শাসক দলের সঙ্গে জড়িত। তাই রাজ্যপালকে আর্জি জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য। একইসঙ্গে পরিস্থিতি বুজে এ নিয়ে পদক্ষেপ করার জন্য রাজ্যপালকে আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে, ভোট পূর্ববর্তী হিংসা নিয়ে বিজেপি চুপ করে থাকবে না বলে পালটা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট থেকে গতকাল নির্বাচনের কাজ মিটিয়ে আজই কলকাতায় ফিরেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সকালবেলায় হাজির হন রাজ্য দফতরে। পরে বিভিন্ন জেলা ও কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে বিজেপির ঘরছাড়া কর্মীরা যেখানে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করেছেন সব রকমের আইনি সাহায্য ও পদক্ষেপ নেওয়া হবে।
তাঁর অভিযোগ, অতীতের মতো এবারও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বিজেপির নেতা কর্মীরা জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই কয়েকশো বিজেপি কর্মী ঘর ছাড়া হয়েছেন। অনেককে মারধর করা হয়েছে, হুমকিও দেওয়া হয়েছে। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘এরা আবার আমাদের কর্মীদের উপর আক্রমণ শুরু করেছে। এরা গণতন্ত্রকে মানে না। তাদের মুখে বড় বড় কথা মানায় না। এরপরে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি পরিষ্কার বলে দিচ্ছি। বিজেপি চুপ করে বসে থাকবে না। বিজেপি প্রত্যুত্তর দেবে। তখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।’