বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Puri Vs Digha Temple: ‘পুরীর থেকেও বড় মন্দির দিঘায়,’ দাবি মমতার, ‘জগন্নাথদেব সুবুদ্ধি দিন,’ লিখলেন শুভেন্দু

Puri Vs Digha Temple: ‘পুরীর থেকেও বড় মন্দির দিঘায়,’ দাবি মমতার, ‘জগন্নাথদেব সুবুদ্ধি দিন,’ লিখলেন শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্য টুইটার)

ভোটবাজারে লড়াইটা তো ছিলই। এবার শুরু হয়ে গেল কাদের মন্দির কত বড় তা নিয়ে প্রতিযোগিতা। 

কার মন্দির কত বড় সেটা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ দিঘার মন্দির বড় নাকি পুরীর জগন্নাথ মন্দির বড়!

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে বলতে শোনা যাচ্ছে, দিঘাতে আপনারা জানেন তো পুরীর জগন্নাথ মন্দির যত বড় তত বড় মন্দির তৈরি হচ্ছে। কী দেখেছেন! যাবেন কিন্তু যেদিন উদ্বোধন হবে। আমরা নন কমপ্লিট করি না…অসম্পূর্ণ করি না। রাজনীতিতে ছবি তোলার জন্য। আমাদের ঠাকুরও এসে গেছে। কিন্তু যেহেতু ভোট। আমি এখন করব না। কিছু কাজ বাকি রয়েছে। ইলেকশনের পরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখাব, পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও এটা আরও বড় মন্দির হয়েছে। এবং তার ভোগঘর থেকে শুরু করে সব কিছু। বলছেন মমতা। পোস্ট করেছেন শুভেন্দু। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

 

এই ভিডিয়ো পোস্ট করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সারা বিশ্বের অনেকেরই মতো বাঙালির প্রাণের শহর উৎকলের শ্রীক্ষেত্র। পুরীর জগন্নাথ ধাম সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর মন্দিরে অধিষ্ঠান করেন, সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র ও ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন।

পুরীর রথযাত্রা উপলক্ষে কার্যত জনসমুদ্রে পরিণত হয় রাজপথ, রথ টানার জন্য জনপ্লাবন সৃষ্টি হয় প্রতি বছর।

কয়েক শতাব্দী পূর্বে নির্মিত অলৌকিক এই মন্দিরের সঙ্গে কত আশ্চর্যজনক ঘটনা জড়িত তার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে ব্যর্থ। যেমন মন্দিরের চূড়ায় যে পতাকা লাগানো থাকে, সবসময় যে দিকে হাওয়া চলে তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে।

জগন্নাথ দেবের মন্দির প্রায় ৪ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত এবং ২১৪ ফুট উঁচু, অথচ এই মন্দিরের চূড়ার কোনও ছায়া দেখা যায় না।

মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে, যে কোনও প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান, মনে হবে চক্রটি আপনার দিকেই ঘোরানো। চক্রটির ওজন প্রায় এক টন। ১২ শতকে মন্দির নির্মাণের সময় চূড়ায় কিভাবে বসানো হয়েছিল, তা এক রহস্য, কারণ সেই সময় প্রযুক্তি কতটা উন্নত ছিল তা নিয়ে সংশয় রয়েছে।

জনশ্রুতি, লোকগাথা, পৌরাণিক কাহিনী ও ইতিহাসের আবরণে মোড়া প্রাচীন ধর্মীয় তীর্থক্ষেত্র; পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও নাকি 'বড় মন্দির' বানাচ্ছেন মাননীয়া !

দম্ভ যখন মস্তিষ্কে প্রভাব ফেলে তখন মানুষ আবোল তাবোল বকে।

মহাপ্রভু জগন্নাথ দেব ওনাকে সুবুদ্ধি প্রদান করুন এই প্রার্থনা করি।' লিখেছেন শুভেন্দু। আর শেষে তিনি লিখেছেন জয় জগন্নাথ।

কার্যত কোন মন্দির কার থেকে বড় তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে এবার। আর ভোটবাজারে সেটাই যেন অন্য মাত্রা দিল এবার।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.