আজ সোমবার পঞ্চম দফায় ভোট গ্রহণ চলছে রাজ্যের তিন জেলার ৭টি আসনে। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ উঠে আসছে। তার মধ্যেই তাণ্ডব চলল একটি বুথে। তবে সেই তাণ্ডব দুষ্কৃতিদের নয়, ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেল ভোটকেন্দ্রের ত্রিপলের অস্থায়ী ছাউনি। ভেঙে পড়ল গাছের ডাল। তুমুল ঝড় বৃষ্টির জেরে এদিন বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ ব্যাহত হয় উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা আসনের বাগদার মশ্যমপুরের ৯৪ নম্বর বুথে।
আরও পড়ুন: আজ ভোট বাংলার ৭ আসনে, ২০২১ সালের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?
আবহাওয়া দফতরের আগে থেকে পূর্বাভাস ছিল পঞ্চম দফায় নির্বাচনের দিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২০ পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতোই এদিন বাগদার এই ভোটকেন্দ্রে ঝড়ের তাণ্ডবে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের ওই বুথে। হঠাৎই আকাশ কালো করে মেঘ চলে আসে। আর তার পরেই নেমে আসে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড় বৃষ্টি। স্থানীয়দের দাবি, ঝড়ের দাপট এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। স্থানীয়রা জানিয়েছেন, ঝড়ের দাপটে ভোটের লাইন ছেড়ে যে যার মতো দৌড়ে পালান। কিছু ভোটার ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নিলেও অধিকাংশ ভোটার বাড়ি চলে যান। এরফলে ওই বুথে সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ থাকে।
অন্যদিকে, গাইঘাটার ঝাউডাঙা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড় বৃষ্টির কারণে বেশকিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। তবে অন্য ছবি দেখা যায়, বাগদার আরও একটি বুথে। সেখানে বৃষ্টির দাপটে বিদ্যুৎ চলে গেলে বুথের ভিতরে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ হয়। বৃষ্টি হলেও বহু মানুষ মাথায় ছাতা নিয়ে ভোটকেন্দ্রে হাজির হন। প্রসঙ্গত, পঞ্চম দফায় রাজ্যের যে ৭টি কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলি হল- বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেরিয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।