সোমবার তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব মিটেছে। এই দফায় বীরভূমে সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। এখনও তিনটি দফা বাকি রয়েছে। তারপর আগামী ৪ জুন ভোট গণনা হবে। তবে নির্বাচনের ঠিক পরেই কার্যত বিজয় মিছিলে মেতে উঠল তৃণমূল কংগ্রেস। উড়ল সবুজ আবির, ঢাক বাজার পাশাপাশি মিষ্টিমুখও করা হল। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের নেতৃত্বে এদিন নানুরে বিজয় মিছিল করেন দলের কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: 'কয়েকজন বিজেপির হাতের পুতুল,' নির্বাচন কমিশনকে সম্মান জানিয়েও নিশানা মমতার
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের একাধিক নেতা ও কর্মীরা। তৃণমূলের এই বিজয় মিছিল নানুর বিধানসভা এলাকার পাপুরি-সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়। রাস্তা কার্যত সবুজ আবিরে ভরে যায়। এবিষয়ে কাজল শেখ জানান, এটা তাঁর কাছে নতুন কিছু নয়। ভোটের ফল কী হতে সেবিষয়ে তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন।
বীরভূম জেলার দুই তৃণমূল প্রার্থী কত ভোটে জয়ী হতে পারেন সেই পরিসংখ্যানও তিনি জানিয়েছেন। তৃণমূল নেতার দাবি, বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মাল আড়াই থেকে তিন লক্ষ ভোটে জয়ী হবেন। অন্যদিকে, বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় জয়ী হবেন দেড় লক্ষ ভোটে। আর সেই বিষয়টি অনুমান করেই এদিন দলের তরফে বিজয় মিছিল করা হয়।
প্রসঙ্গত, একসময় বীরভূমজুড়ে ব্যাপক দাপট ছিল অনুব্রত মণ্ডলের। তৃণমূলের হয়ে ভোটের ক্ষেত্রে তাঁর যথেষ্ঠ ভূমিকা ছিল। তবে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পরে সেখানে ব্যাকফুটে চলে আসে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সংগঠন অনেকটাই দুর্বল হয়ে যায়। এছাড়াও বীরভূমে বিভিন্ন সময়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
পাশাপাশি গত লোকসভা নির্বাচনে বীরভূমের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে ছিল তৃণমূল। বাকি চারটিতে বিজেপি। বোলপুরে গত দুই দলের ভোটের ব্যবধান ছিল মাত্র ৬ শতাংশ। বীরভূম শহরে তৃণমূল ভালো ফল করতে পারেনি। সেই অবস্থার মধ্যেও বীরভূমের দুই তৃণমূল প্রার্থী জয়ী হবেন বলে ভবিষ্যৎবাণী করেছেন কাজল।
তবে কাজল এই দাবি করলেও এ বছর নির্বাচনী প্রচারে অন্য ছবি দেখা গিয়েছে। এবছর বীরভূমে প্রচারে বেরিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়। একবার নয়, তিনি বহুবার সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন। কখনও পানীয় জল, কখনও রাস্তাঘাট নিয়ে আবার কখনও সরকারি প্রকল্প নিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন। এই অবস্থার মধ্যেও শতাব্দী রায়ের জয়ের বিষয়ে নিশ্চিত কাজল। তাই দলের তরফ থেকে আজ মঙ্গলবার বিজয় মিছিল করা হয়।