বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড় এখন তৃণমূলের সেফ সিট

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড় এখন তৃণমূলের সেফ সিট

উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

সর্বশেষ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় উলুবেড়িয়া কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ২ লক্ষ ১৫ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন।

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে যেগুলি একেবারে কার্যত নিশ্চিতভাবে তৃণমূল জিতবেই, তাদের মধ্যে অন্যতম হল উলুবেড়িয়া। এমনটাই মনে করেন অধিকাংশ বিশেষজ্ঞ। ৩০ শতাংশ সংখ্যালঘু অধ্য়ুষিত এই কেন্দ্রে তৃণমূলের সাজদা আহমেদ এবারও আছেন লড়াইয়ে। সামনে বিজেপির অরুণ উদয় পালচৌধুরী ও কংগ্রেসের আজহার মল্লিক। ২০ মে, পঞ্চম দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে গ্রামীণ হাওড়ার এই কেন্দ্রে। 

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটি হাওড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত। উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, কল্যাণপুর, আমতা এবং উদয়নারায়ণপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বর্তমানে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রটি গঠিত। এর মধ্যে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রটি তফশিলি জাতির জন্য সংরক্ষিত। ১৯৭৭ সালে এই কেন্দ্রটি লোকসভা কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। হাওড়ার উলুবেড়িয়া অঞ্চলটি ১৯৭৭ সাল থেকেই ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী অর্থাৎ, সিপিআইএমের দখলে থাকে। ১৯৭৭ সালের নির্বাচনে জাতীয় কংগ্রেসের নির্মলেন্দু ভট্টাচার্যকে পরাজিত করেন সিপিআইএমের শ্যামাপ্রসন্ন ভট্টাচার্য। ১৯৮০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত পরপর আটবার এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিআইএমের নেতা এবং সারা ভারত কিষান সভার গুরুত্বপূর্ণ নেতা হান্নান মোল্লা। জাতীয় কংগ্রেসের প্রার্থীরা বারংবার পরাজিত হন হান্নান মোল্লার কাছে।

২০০৪ সালে তৃণমূলের প্রার্থী রাজীব বন্দোপাধ্যায়কে হারিয়ে শেষবারের জন্য হান্নান মোল্লা এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে রাজ্য জুড়েই সিপিআইএমের ভোট শেয়ার বেশ খানিকটা কমে যায়। হাওড়ার এই কেন্দ্রটি হাত ছাড়া হয় সিপিআইএমের। হান্নান মোল্লা যেখানে ৪ লক্ষ ১৫ হাজার ৬০৫ টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুলতান আহমেদ ৫ লক্ষ ১৩ হাজার ৩৮৯টি ভোট পান। রাহুল চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে ৪২,০০০ ভোট পেয়েছিলেন। ২০১৪ সালের রাজ্যজুড়ে বিজেপির ভোট শেয়ার অনেকটা বাড়ে, তবে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুলতান আহমেদ দু'লক্ষ এর বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। তাঁর মৃত্যুর পর স্ত্রী সাজদা ২০১৮-র উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন। সর্বশেষ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় উলুবেড়িয়া কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ ২ লক্ষ ১৫ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন।

এবারও সেই সাজদায় ভরসা তৃণমূলের। আগের থেকে তিনি অনেকটা সপ্রতিভ, ধীরে ধীরে রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তুলছেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়মিত উলুবেড়িয়াতে না আসার। যদিও সেই সব অভিযোগে আমল দিচ্ছেন না তিনি। অন্যদিকে রয়েছেন বিজেপির অরুণ, যিনি প্রায় ৩০ বছর ধরে প্রথমে ছাত্র রাজনীতি ও পরে দলীয় রাজনীতি করেছেন। দীর্ঘদিনের পার্টিকর্মীকে জেতাতে খাটছে গেরুয়া শিবির। কিন্তু সাংগঠনিক দুর্বলতার জন্য অনেকটা পিছিয়ে বিজেপি। প্রচার করতে গিয়ে টোটো উলটে গিয়ে আহতও হয়েছেন অরুণ। স্বয়ং মোদী তাঁর হুইল চেয়ার ঠেলে দেন নির্বাচনী সভায়, যে ভিডিয়ো ভাইরালও হয়েছিল।কংগ্রেসের আজহার মল্লিক কতটা সংখ্যালঘু ভোট কাটতে পারেন, তার ওপরেই হয়তো জয়-পরাজয়ের মার্জিন ঠিক হয়ে যাবে।  

২০২১ সালের বিধানসভা নির্বাচনের নিরিখে উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত বিধানসভা ক্ষেত্রগুলিতে জনমত কোন দিকে ছিল, সেদিকে নজর রাখা যাক। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রটি থেকে তৃণমূল কংগ্রেসের ডাক্তার নেতা নির্মল মাঝি ২১ হাজারের বেশি ভোটের মার্জিনে জয়ী হন। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পুলক রায় ২৮ হাজারের বেশি ভোটে জয়ী হন। শ্যামপুর, বাগনান, আমতা প্রত্যেকটি কেন্দ্রেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাক্রমে কালীপদ মণ্ডল, অরুনাভ সেন এবং সুকান্ত কুমার পাল জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। উদয়নারায়ণপুর কেন্দ্রটিতে সমীর কুমার পাঁজা ১৩,৯০০-এর বেশি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় যান। বোঝাই যাচ্ছে যে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে সাজদা। কোনও অঘটন ঘটে কিনা, জানতে ৪ জুনের অপেক্ষা। 

ভোটযুদ্ধ খবর

Latest News

ফের চারদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন! কবে থেকে শুরু? সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তদন্তে ইডিকে মামলা দায়ের করার ছাড়পত্র রাষ্ট্রপতির রক্তবীজ-২ দারুণ চমক! আবির-মিমির সঙ্গে থাকছেন টলিপাড়ার জনপ্রিয় এই নায়িকা,কে তিনি বাড়িতে হঠাৎ অতিথি উপস্থিত? রাজস্থানের ফেমাস বেসন গাট্টে বানিয়ে চমকে দিন সকলকে ফাল্গুন অমাবস্যায় কীভাবে পিতৃপুরুষকে প্রসন্ন করে জীবন থেকে বাধা কাটাবেন জেনে নিন বাদ দিবাকর! সারেগামাপার ফাইনালে ১০ জন! সোনার গয়না-নগদ অর্থ, আর কী পাবে ২ বিজেতা একহাত স্তন দুগ্ধ পাম্প, অন্যহাতে মদের গ্লাস, এমন ছবি দিয়ে কী লিখলেন রাধিকা? ‘হাঁটুর বয়সী’ আলোকবর্ষায় মজে, ভাবছেন বিয়ের কথাও! তথাগত কত বড় প্রেমিকার থেকে দীর্ঘদিন ব্যবহারে জুতোয় ফাটল? এভাবে সারিয়ে নিলেই লাগবে নতুনের মতো হোলির পরে রাহুর গোচর, ৪ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে, আসবে নতুন চাকরির সুযোগ

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.