বিদায়ী সাংসদ তথা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের মধ্যে কী ফাটল ক্রমশ চাওড়া হচ্ছে। মঙ্গলবার দলনেত্রীর সভা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু সেই সভায় দেখা গেল না কাঞ্চন মল্লিককে। কাঞ্চন অবশ্য জানিয়েছেন, তিনি আমন্ত্রণই পাননি।
সম্প্রতি একটি রোড শোতে কাঞ্চনের থাকা নিয়ে আপত্তি করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি গাড়িতে দাঁড়িয়ে সরাসরি অভিনেতা তথা বিধায়ককে নেমে যেতে বলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিল, কাঞ্চনের একাধিক বিয়ে গ্রামের মহিলারা ভালভাবে নিচ্ছেন না। প্রার্থীর কাছ থেকে একথা শোনার পর নিজেই গাড়ি থেকে নেমে যান উত্তরপাড়ার বিধায়ক। ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, মারধর, কান কেটে নেওয়ার অভিযোগ ভগবানপুরে
এ নিয়ে পরে সাংবাদিকদের কাঞ্চন বলেন, তিনি প্রচারে থাকলে প্রার্থীর কি সমস্যা হচ্ছে তা তাঁর জানা নেই। জনসংযোগের সময় মানুষের ভাই সাড়া পাচ্ছেন। তবে একথা বলার পরে তাঁকে আর কল্যাণের প্রচারে দেখা যায়নি।
দেবের প্রচারে কাঞ্চন
এর মাঝে ঘাটলে তৃণমূল প্রার্থী দেব তাঁকে প্রচারে আমন্ত্রণ জানান। দেবের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি প্রচারেও থাকেন। প্রচারে বিপুল সাড়া দেখে তিনি আপ্লুত হয়ে যান।
আরও পড়ুন। প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু, শুনে কী বললেন তৃণমূল প্রার্থী?
শ্রীরামপুরে মঙ্গলবার সভা করেন তৃণমূল নেত্রী। সেই সভায় তাঁকে দেখা যায়নি। বিধায়ক জানিয়েছেন, তাঁর কাছে দলের তরফে কোনও আমন্ত্রণ আসেনি। তবে বিধায়ক জানান ভোটের আর কয়েকটা দিন বাকি এখন আর এসব নিয়ে তিনি ভাবতেও চান না।
শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। মঞ্চে কে থাকবেন আর কে থাকবেন না তা আমি ঠিক করি না।’
তবে বিধায়ক বিষয়টি নিয়ে না ভাবতে চাইলেও, সাংসদ-বিধায়কের এই তিক্ততা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির তরফে এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। স্থানীয় নেতৃত্বের বক্তব্য, ‘এটা ওদের নিজেদের বিষয় এ নিয়ে কোনও মন্তব্য করব না’
আরও পড়ুন। ভোট মিটতেই বীরভূমে উড়ল সবুজ আবির, মিষ্টিমুখ-বাজল ঢাক, বিজয় মিছিল তৃণমূলের