বুথফেরত সমীক্ষার উপরে যে তাঁর আস্থা নেই, তা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরবে বলে একাধিক বিভিন্ন এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হলেও বাস্তবে সেটা হবে না। আগামী ৪ জুনের ছবিটা একেবারেই আলাদা হবে। এবার লড়াইটা একেবারে হাড্ডাহাড্ডি হয়েছে বলে দাবি করলেন মমতা। রবিবার টিভি নাইন বাংলায় মমতা বলেন, ‘মোদীজিকে যাঁরা জিতিয়ে দিচ্ছেন হাইভোল্টে, তাঁদেরও বলি, এবার অত সহজ পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট (সরকার) আদৌও কতদিন চলবে, সেটা নিয়ে সন্দেহ আছে।’
ইন্ডিয়া জোটে তৃণমূলের থাকা নিয়ে মমতা
অর্থাৎ ইন্ডিয়া জোট যে ক্ষমতায় আসতে পারে, সেটা নিয়ে আশাপ্রকাশ করেছেন মমতা। তবে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তাতে তৃণমূল কংগ্রেস থাকবে কিনা, তা নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আগে রেজাল্টটা দেখব। রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে। আমরা চেষ্টা করব, যাতে আরও আঞ্চলিক দল আমাদের সঙ্গে আসে। সেটাও আমরা দেখব।’
আরও পড়ুন: Exit Polls 2024 Explained in 6 points: প্রায় ৪০০ পার-সব এক্সিট পোলের মূল নির্যাস জানুন ছয় পয়েন্টে
দেশে লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে এক্সিট পোল
শনিবার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরে একাধিক এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। উত্তর ভারত এবং পশ্চিম ভারতে যে সামান্য আঁচড় লাগবে, তা বঙ্গোপসাগরের তীরে পুরোপুরি উসুল করে নেবে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধপ্রদেশের মতো রাজ্যে বিজেপির আসন সংখ্যা অনেকটা বাড়তে পারে। বিশেষত ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে ক্লিনসুইপ করতে পারে এনডিএ জোট। আর পশ্চিমবঙ্গেও তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে। সঙ্গে তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের চমকপ্রদ উত্থানের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের এক্সিট পোল
কমপক্ষে আটটি এক্সিট পোলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে তৃণমূলকে ছাপিয়ে যাবে বিজেপি। একটি সমীক্ষায় তো ইঙ্গিত দেওয়া হয়েছে যে বাংলায় ২০ বছরে সবথেকে খারাপ ফল হতে পারে। ১১টি আসনে নেমে যেতে পারে তৃণমূল। একটি বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিজেপির থেকে এগিয়ে থাকতে পারে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, এক্সিট পোলে কিছু হবে না। আসল ফলাফল বেরোবে ৪ জুন।