চা বলয়ের আওতায় থাকা মাদারিহাট। এখানে বার বারই ঘাসফুল ফোটানোর চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। এবার রাত পোহালেই ১৩ নভেম্বর সেই কেন্দ্রেই বিধানসভা উপনির্বাচন। বিজেপির মনোজ টিগ্গার খাসতালুক বলেই পরিচিত। এখানেই মনোজ টিগ্গার বাড়ি। একটা সময় ছিলেন বিজেপির পরিষদীয় দলনেতা। বর্তমানে তিনি সাংসদ। আর সেই কেন্দ্র এবার বিজেপি- তৃণমূল উভয়ের কাছেই মর্যাদার লড়াই।
আগের লোকসভা ভোটে এই কেন্দ্রে বিশেষ সুবিধা করতে পারেনি তৃণমূল। গত লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১১,০৬৩ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে এবারের উপনির্বাচনে কতটা সুবিধা করতে পারবে তৃণমূল সেটাই দেখার।
উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত এই চা বলয়। একটা সময় বাম ও অতিবাম প্রভাবিত চা সংগঠনের এখানে যথেষ্ট প্রভাব ছিল। পরবর্তী সময় এখানে তৃণমূল এখানে প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু সেটা করতে গিয়ে বার বার ধাক্কা খায় ঘাসফুল। এখানে ক্রমেই এগিয়ে যেতে থাকে বিজেপি। একের পর এক বিধানসভা ভোটে, লোকসভা ভোটে এখানে শেষ হাসি হেসেছিল বিজেপি।
বীরপাড়া-মাদারিহাট ব্লক, জলপাইগুড়ি জেলার সাকোয়াঝোড়া, বিন্নাগুড়ি এই দুই গ্রাম পঞ্চায়েতও রয়েছে মাদারিহাট বিধানসভার মধ্য়ে। বহু চর্চিত টোটোপাড়াও এই মাদারিহাটের মধ্য়েই রয়েছে। এখানে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। জনসংযোগ মোটের উপর বেশ ভালো। ২০২১ সাল থেকে তিনি দলের ব্লক সভাপতি। অতীতে একাধিক ভোটে ভোট ম্যানেজারের পদে ছিলেন তিনি। এবার তিনিই প্রার্থী।
বিজেপি প্রার্থী রাহুল লোহার। তাঁর জনসংযোগও কম কিছু নয়। বাবা তারকেশ্বর লোহার ছিলেন সিটু নেতা। পরিবার বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিল। বীরপাড়ার দলগাঁও চা বাগানের চা শ্রমিকদের বিক্ষোভের ঘটনা একটা সময় ভয়াবহ আকার নিয়েছিল। তখন বার বার শোনা যেত তারকেশ্বরের কথা। সেই পর্ব আজ অতীত।
বর্তমানে রাহুল লোহার মাদারিহাট ১ নম্বর মণ্ডল সভাপতি। তবে এই আসনে বিজেপির চিন্তার অন্যতম কারণ হল জন বার্লা। তিনি বিজেপির প্রাক্তন সাংসদ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তবে গত কয়েকদিন হল তিনি বেসুরো গাইতে শুরু করেছেন। বিজেপির ভোট কর্মসূচিতেও তাঁকে বিশেষ দেখা যায় না। উলটে তৃণমূলের লোকজন তাঁর সঙ্গে সম্প্রতি দেখা করেছেন এমন বিষয়টিও জানা গিয়েছে। সেক্ষেত্রে এবারের ভোটে জন বার্লার ভূমিকা নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। তবে বিজেপির কাছে সবথেকে বড় সুবিধার জায়গা হল মনোজ টিগ্গার জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজেপি কতটা এগিয়ে থাকতে পারবে সেটাই দেখার।
এই কেন্দ্রের বামেদের প্রার্থী আরএসপির পদম ওঁরাও। কংগ্রেসের প্রার্থী বিকাশ চম্প্রমারি। তবে মূল লড়াই বিজেপি বনাম তৃণমূলের। দু দলের কাছেই এটা প্রেস্টিজ ফাইট।
মোট ভোটারঃ এখানকার মোট ভোটার ২২ লক্ষ ১০১ জন