২৩০টি বুথে ভোট মধ্যপ্রদেশে। কংগ্রেস -বিজেপি জোর টক্কর। বিনা লড়াইতে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। তবে বিক্ষিপ্ত হিংসা হয়েছে মধ্য়প্রদেশে। পাথর ছোঁড়াছুঁড়ি হয়। কিন্তু গোটা রাজ্যজুড়ে একেবারে রক্তগঙ্গা বয়ে গিয়েছে, একের পর এক লাশ পড়ে গিয়েছে এমনটা ঠিক নয়। তবে দিমানি বিধানসভা এলাকায় বিক্ষিপ্তভাবে হিংসা ছড়িয়েছিল। এমনকী গুলিও চলে বলে গ্রামবাসীদের দাবি। সঙ্গে পাথর বৃষ্টি। এক যুবক এতে জখম হয়েছেন বলে খবর।
সূত্রের খবর, মিরঘান গ্রামে দুটি বুথে ঝামেলা হয়। এর জেরেই হিংসা ছড়াতে থাকে। এই ঘটনায় প্রিন্স তোমার নামে এক যুবক জখম হয়েছেন। এদিকে হিংসার জেরে এলাকায় লোকজন জমে যায়। তবে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়। গ্রামবাসীদের একাংশের দাবি, এই ঘটনার পেছনে নরেন্দ্র সিং তোমার জড়িয়ে রয়েছেন।
এদিকে এই দিমানি আসন থেকেই ভোটে লড়ছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র সিং তোমার। তিনি কংগ্রেসের রবীন্দ্র তোমারের বিরুদ্ধে ভোটে লড়ছেন।
এদিকে এদিন ভিড়ের মধ্যে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশ এই অভিযোগ মানতে চায়নি। পুলিশের দাবি কোনও গুলি চালানোর ঘটনা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া চলেছে।পুলিশ জানিয়েছে, স্থানীয় এলাকায় পারিবারিক সমস্যা থেকে গন্ডগোল হয়েছিল। এর সঙ্গে ভোটের কোনও ব্যাপার নেই। তবে গন্ডগোল থামানো হয়েছে।
অন্যদিকে ভিন্দের মেহগাঁও বিধানসভা এলাকায় মানহার গ্রামেও হিংসা ছড়ায় বিক্ষিপ্তভাবে। সেখানে বিজেপি প্রার্থী রাকেশ শুক্লার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এদিকে শুক্লাকে বাঁচাতে শূন্যে গুলি চালানোর কথা বলেন নিরাপত্তারক্ষীরা। তবে বিক্ষিপ্ত হিংসার ঘটনা বাদ দিলে মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে মধ্যপ্রদেশ ভোট।