সামনে এল মধ্যপ্রদেশ ভোটের ফলাফলের সমীক্ষা। তাতে যা ছবি উঠে এসেছে তাতে বিজেপির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। বর্তমানে মধ্যপ্রদেশ রয়েছে বিজেপির দখলে। কিন্তু এবিপি-সিভোটার সমীক্ষায় দাবি করা হয়েছে, মোট আসন ২৩০।
সেখানে কংগ্রেস পেতে পারে ১১৩-১২৫টি আসন। ভোটের শতাংশের হিসাবে তারা পেতে পারে ৪৫ শতাংশ ভোট।
বিজেপি পেতে পারে ১০৪-১১৬টি আসন। তাদের ভোট শতাংশ কংগ্রেসের সমান সমান হতে পারে। তাদেরও হতে পারে ৪৫ শতাংশ।
বিএসপি পেতে পারে ০-২টি আসন তাদের ভোট শতাংশ হতে পারে ২ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ০-৩টি আসন। তাদের ভোট শতাংশ হতে পারে ৮ শতাংশ।
তবে সমীক্ষা অনুসারে একেবারে টালমাটাল পরিস্থিতি হতে পারে বিজেপির। সেই জায়গায় উঠে আসতে পারে কংগ্রেস। আর বিজেপি যদি জেতেও তবে কান ঘেঁষে জয় পেতে পারে। সব মিলিয়ে একেবারে মন খারাপের খবর বিজেপির জন্য।
সবথেকে বড় কথা বিজেপি আর কংগ্রেসের ভোট শেয়ার একই হতে পারে। এটাই আশঙ্কার ব্যাপার। এটা নিঃসন্দেহে চিন্তার ব্যাপার গেরুয়া শিবিরের কাছে। তবে শেষ মুহূর্তে কতটা ড্যামেজ কন্ট্রোল করতে পারে বিজেপি সেটাই দেখার। কারণ মূল ভোটে ফলাফল কার্যত ঘুরে যেতে পারে। ১২৫টি আসন পেতে পারে কংগ্রেস। এই খবর অশনি সংকেত বয়ে এনেছে বিজেপি শিবিরে।
তবে বাস্তবে যদি এই ফলাফল হয় তবে বাড়তি অক্সিজেন পাবে ইন্ডিয়া জোট। কিন্তু এই ফলাফল উলটেও যেতে পারে মূল ভোটে। কারণ এখনও ভোটের কিছুদিন বাকি।