বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Mobile thrown at PM Modi: মোদীর গাড়িতে ছোড়া হল মোবাইল! ভয়ংকর ঘটনা কর্ণাটকে, বড়সড় গলদ নিরাপত্তায়

Mobile thrown at PM Modi: মোদীর গাড়িতে ছোড়া হল মোবাইল! ভয়ংকর ঘটনা কর্ণাটকে, বড়সড় গলদ নিরাপত্তায়

মোদীকে লক্ষ্য করে ছোড়া হল মোবাইল। (ছবি সৌজন্যে এএনআই ভিডিয়ো) 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করেও ফোন ছোড়া হয়। হাতে না লাগলেও মোদীর হাতের একেবারে সামনে দিয়ে বেরিয়ে যায় এবং ওই গাড়ির মাথায় পড়ে। যে ঘটনার জেরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল মোবাইল। তা প্রধানমন্ত্রীর হাতে না লাগলেও হাতের একেবারে সামনে দিয়ে বেরিয়ে যায় এবং ওই গাড়ির বনেটে পড়ে। যে ঘটনার জেরে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। কীভাবে বারবার প্রধানমন্ত্রী ব্যবস্থায় গলদ ধরা পড়ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের শিউরে উঠছেন এটা ভেবে যে ওটা মোবাইল না হয়ে যদি অন্য কিছু হত, তখন কী হত।

আগামী ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেজন্য জোরকদমে প্রচার চালাচ্ছেন মোদী। তারইমধ্যে আজ (রবিবার) রাতে মাইসুরুর কেআর সার্কেলের কাছে রোড শো করেন মোদী। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ছোট টেম্পো সাজিয়ে রোড শোয়ের আয়োজন করা হয়েছিল। সঙ্গে দু'জন নিরাপত্তা বাহিনীর দু'জন সদস্য ছিলেন। আর দু'জন বিজেপি নেতা ছিলেন ওই গাড়িতে।

আরও পড়ুন: PM Modi attacks Congress: ‘ইতিমধ্যে আমায় ৯১ রকমের গালিগালাজ করেছে কংগ্রেস’, কর্ণাটকে 'ভাবাবেগ' চাল মোদীর

ভিডিয়োয় দেখা গিয়েছে, মোদীর গাড়ি একটি রাস্তা ধরে যাচ্ছে। রাস্তার দু'ধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। অনেকে মোদীর গাড়ি লক্ষ্য করে ফুল ছুড়তে থাকেন। জনসংযোগ করতে থাকেন প্রধানমন্ত্রী মোদীও। তারইমধ্যে মোদীর গাড়ির লক্ষ্য করে একটি মোবাইল ছোড়া হয়। সেইসময় হাত নাড়াচ্ছিলেন মোদী। ঠিক হাতের সামনে দিয়ে মোবাইল বেরিয়ে যায়। সামান্য ফাঁক ছিল।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফোনটি যে গাড়ির বনেটে পড়েছে, তা মোদীর চোখ এড়ায়নি। তিনি বিষয়টি দ্রুত স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) সদস্যদের জানান। তাঁরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। কর্ণাটক পুলিশ দাবি করেছে যে এক মহিলা বিজেপি সমর্থক 'উত্তেজনার বশে' মোবাইল ছুড়ে দিয়েছিলেন। তাঁর কোনও কু-মতলব ছিল না। 

আরও পড়ুন: Modi on Snake Comment: ‘আমি সাপ, কিন্তু…’, খাড়গের ‘বিষধর’ মন্তব্যে কর্ণাটক ভোটের আগে কন্নড়ভূম থেকে জবাব মোদীর

কর্ণাটক পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অলোক কুমার বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিরাপত্তা প্রদান করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। ওই মহিলা (যাঁর ফোন প্রধানমন্ত্রীর গাড়িতে পড়ে) আদতে একজন বিজেপি কর্মী। পরে তাঁকে ফোনটা ফিরিয়ে দেন এসপিজির সদস্যরা। উত্তেজনার বশে ফোন ছুড়ে দিয়েছিলেন ওই মহিলা। তাঁর কোনও খারাপ মতলব ছিল না। আমরা ওই মহিলাকে চিহ্নিত করার চেষ্টা করছি। কারণ এসপিজির সদস্যরা তাঁর হাতে ফোন তুলে দিয়েছিলেন।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

ভোটযুদ্ধ খবর

Latest News

'শ্রীলঙ্কার মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ হতে দেব না', সাফ বার্তা বামপন্থী অনুরার রাজবাড়ি স্টাইলে ঘন ছোলার ডাল বানানোর প্ল্যান অষ্টমীর সকালে?চটপট শিখে নিন পদ্ধতি ‘সাভারকর গোমাংস খেতেন’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর বিরুদ্ধে থানায় বজরং দল জয়নগরে TMC বিধায়ককে তাড়া করল জনতা, তৃণমূল সাংসদ দেখলেন চটি,উঠল গো ব্যাক স্লোগান ভারতকেই টার্গেট করছিলাম! হরমনদের উড়িয়ে ধোনিদের কাটা গায়ে নুন দিলেন NZ অধিনায়ক? ৭ বছর পর নয়া রূপে ফিরছে হকি ইন্ডিয়া লিগ, রয়েছে কলকাতার দু’টি দল উৎসবে 'না',এদিকে পুজো নিয়ে কনটেন্ট বানাচ্ছেন বং গাই!কিরণকে তুলোধোনা TMC নেত্রীর একটুর জন্য টি২০ বিশ্বকাপের সেমিতে উঠিনি, ভারতের বিরুদ্ধে নামার আগে শান্ত হুঙ্কার ‘দেবীদের মতো মেয়েদের সবসময় ১০হাতের প্রয়োজনও পড়ে না… ,' বলছেন দেবিনা ‘বয়স হয়েছে তো, সিলেকটিভ ডিমেনশিয়া হয়েছে’!ঋতুপর্ণার ‘কে ও’ প্রশ্নে জবাব শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.