বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Mallikarjun Kharge on Congress Result: ‘গণতন্ত্রে একদিনের হার-জিত চিরস্থায়ী নয়’, দুই রাজ্যের ফল প্রকাশের পর বললেন খড়গে

Mallikarjun Kharge on Congress Result: ‘গণতন্ত্রে একদিনের হার-জিত চিরস্থায়ী নয়’, দুই রাজ্যের ফল প্রকাশের পর বললেন খড়গে

কংগ্রেসের ফলাফল নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। (PTI)

কংগ্রেসের ফলাফল নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে।

গুজরাটে ধরাসায়ী কংগ্রেস। গান্ধীর রাজ্যে রেকর্ড পতন হয়েছে শতাব্দী প্রাচীণ রাজনৈতিক দলের আসন সংখ্যার। অপরদিকে ‘ধারাবাহিকতা’ বজায় রেখে হিমাচলপ্রদেশে বিজেপিকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি হিসেবে মল্লিকার্জুন খড়গের নেতৃত্বে এই দুই রাজ্যেই প্রথমবারের মতো নির্বাচনে লড়া করল কংগ্রেস। এই আবহে হিমাচলের জয় কংগ্রেসের জন্য স্বস্তির হলেও গুজরাটের হার লজ্জার। এই পরিস্থিতিতে খড়গে আজ ‘লড়াই চালিয়ে যাওয়ার’ কথা বলেন।

এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খড়গে বলেন, ‘যা হয়ে গিয়েছে, ওটার ক্রেডিট তো আর আমার হতে পারে না। যারা জিতেছে তাদের অভিনন্দন, যারা হেরেছে, সেটা স্বীকার করতে হবে। আমাদের ভবিষ্যতে আরও লড়াই করে যেতে হবে। গণতন্ত্রে একদিনের হার-জিত চিরস্থায়ী হয় না। গণতন্ত্রে হার-জিত হয়। তবে নিজের নৈতিকতা তো ত্যাগ করব না আমরা। এটা আমাদের নীতির লড়াই। এতে হার-জিত হবে। আমরা সেটা খতিয়ে দেখে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। যেখানে খামতি রয়েছে, সেখানে ঠিক করব। এবং লড়াই জারি রাখব।’

উল্লেখ্য, গুজরাটে ১৮২টির মধ্যে মাত্র ১৭টি আসনে জয় নিশ্চিত করে পেরেছে কংগ্রেস। সেই রাজ্যে বিরোধী দলের তকমাও পাবে না কংগ্রেস। সেরাজ্যে মাত্র ২৭.২৯ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। এদিকে ৬৮ আসন বিশিষ্ট হিমাচলে ৪০ আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেই রাজ্যে ৪৩.৯ শতাংস ভোট পেয়েছে কংগ্রেস। বিজেপির থেকে মাত্র ০.৯ শতাংশ ভোট বেশি পেলেও সেই রাজ্যে বিজেপির থেতে ১৫টি বেশি আসন জিতেছে কংগ্রেস।

 

 

বন্ধ করুন