মণিপুরের ভোট রাজনীতিতে ২০১৭ সালের বিধানসভা নির্বাচন ঘিরে একাধিক ভোটগণিতে বেশ কিছু চমকপ্রদ ঘটনা উঠে এসেছিল। ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনে ২০১৭ সালে ২৮ টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসে কংগ্রেস। তবে তারপরও সেখানে সরকার গড়তে পারেনি তারা। সেবার বিজেপি, এনপিপি, এনপিএফ হাত মিলিয়ে ছিল। আর তারফলে ফের উত্তরপূর্বের আরও এক রাজ্যে দাপট দেখায় গেরুয়া শিবির। এরপর ২০২২ সালে দুই পর্বে সম্পন্ন হয়েছে মণিপুরের বিধানসভা ভোট। ভোট পর্ব জুড়ে ঝরেছে রক্ত। মৃত্যু হয়েছে একাধিকজনের। চড়েছে রাজনৈতিক উত্তাপ। এরপর ১০ মার্চ রয়েছে মণিপুরের ভোট পর্ব। তবে তার আগে রয়েছে বুথ ফেরৎ সমীক্ষা। মণিপুরের রাজনীতিতে শেষ হাসি কে হাসবে তার আভাস দিতে চলেছে পোল স্টার্ট, সিএনএক্স, সি ভোটার, মাই অ্যাক্সিস ইন্ডিয়ার সমীক্ষা। তা দেখে নেওয়া যাক একনজরে।
মণিপুরের ম্যাজিক ফিগার ৩১। আর তা দখলের লড়াইতে বিজেপি, কংগ্রেস ছাড়াও রয়েছে একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল। এদিকে, ২০১৭ সালের মণিপুরের রাজনৈতিক সমীকরণ বলছে, ৬০ আসনের এই বিধানসভায় ২৮ টি দখল করেও সরকার গড়তে পারেনি কংগ্রেস। সেই জায়গা থেকে এবার হাওয়া কোনদিকে ঘোরে তার অপেক্ষায় উত্তরপূর্বের রাজনীতি। মণিপুরের ফলাফলের দিকে নজর রয়েছে ২০২৪ লোকসভা ভোটের পথে এগিয়ে চলা জাতীয় রাজনীতিরও।
উল্লেখ্য, জি ডিজাইন বক্সের বুথ ফেরত সমীক্ষা বলছে, মণিপুরে ৩৯ শতাংশ ভোট পেতে চলেছে বিজেপি। কংগ্রেস পেতে চলেছে ৩০ শতাংশ ভোট। জি ডিজাইন বক্স বলছে মণিপুরে কংগ্রেস ১২ থেকে ১৭ টি আসন পেতে পারে, বিজেপি ৩২ থেকে ৩৮ আসনে দখল রাখতে পারে। রিপাবলিক পি মার্ক এর সমীক্ষা বলছে, মণিপুরে বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩১ টি আসন, এমপিএসএ পেতে পারে ১১ থেকে ১৭ টি আসন। এনপিপি পেতে পারে ৬-১০ টি আসন। বাকিরা ৩-৭ টি আসন পেতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, মণিপুরে বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৪৩ টি আসন। এনপিপি পেতে পারে ৪ থেকে ৮ টি আসন। বাকিরা ৬ থেকে ১৫ টি আসন পেতে পারে। এবিপি সিভোটারের সমীক্ষা বলছে বিজেপি মণিপুরে পেতে পারে ২৩ থেকে ২৭ টি আসন, এনপিপি ১০-১৪, বাকিরা ৩-৭ , এমপিএসএ পেতে পারে ১২ থেকে ১৬ টি আসন।