আজকে প্রথম দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মণিপুরে। এদিন মোট ৬০টির মধ্যে ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে। সকালেই ভোট দিয়ে নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেন বিজেপি নেতা তথা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বীরেন সিং নিজে হেইনগাং বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। বিজেপি নেতা দাবি করেন, কংগ্রেসের প্রার্থী পি শরতকে তিনি অনায়াসে হারাবেন এই আসনে।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এদিন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ তাঁর স্ত্রীর সাথে ইম্ফল পূর্ব জেলার হেইনগাং বিধানসভা কেন্দ্রের লুওয়াংশাংবাম মামাং লেইকাইয়ের শ্রীভান উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে যান। পূর্ব ইম্ফল জেলাতেই দশটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোট দেওয়ার পরে তিনি বলেন যে বিজেপি এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিজের সরকার গঠন করবে। তিনি দাবি করেন, আজ যে ৩৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে তার মধ্যে ৩০টি আসনেই জিতবে তাঁর দল। বীরেন সিং বলেছেন যে তিনি যে নির্বাচনী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ৩৩ হাজারের বেশি ভোট আছে, এবং এর ৭৫ শতাংশ ভোটই তিনি পাবেন।
এদিকে মণিপুরের রাজ্যপাল লা গণেশনও সকাল ৭টা ১৫ মিনিটে ইম্ফল পশ্চিম জেলার সাগোলবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনে টিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। এই জেলায় মোট ১৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে। রাজ্যপাল সম্প্রতি চেন্নাই দক্ষিণের থিয়াগরায়া নগর বিধানসভা কেন্দ্র থেকে মণিপুরের সাগোলবন্দ কেন্দ্রে তাঁর ভোট স্থানান্তর করেছেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাতা আরকে ইমো সিং সাগোলবন্দ আসন থেকে বিজেপি প্রার্থী।