বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Arvind Kejriwal: ‘মোদীর আশীর্বাদ চাই’, দিল্লিজয়ের পর ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা কেজরিওয়ালের

Arvind Kejriwal: ‘মোদীর আশীর্বাদ চাই’, দিল্লিজয়ের পর ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা কেজরিওয়ালের

দিল্লিজয়ের পর ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা কেজরিওয়ালের

ঐতিহাসিক জয়ের পরই ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ’ এবং ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

দীর্ঘ ১৫ বছর পর দিল্লি পুরনিগম নির্বাচনে হারল বিজেপি। এই প্রথম আম আদমি পার্টি দিল্লি পুরনিগম দখল করল। এই ঐতিহাসিক জয়ের পরই ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ’ এবং ‘কেন্দ্রের সহযোগিতা’ প্রার্থনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। কেজরি বলেন, ‘দিল্লিকে সুন্দর এবং আরও উন্নত করতে প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ এবং সকলের সমর্থন চাই।’

কেজরিওয়াল এদিন বলেন, ‘দিল্লিবাসীকে অভিনন্দন জানাই। লাভ ইউ দিল্লি। আপ ভালো ফল করেছে। মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। আমাদের দুর্নীতি শেষ করতে হবে। দিল্লিকে পরিষ্কার করতে হবে... যারা আমাদের ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমাদের জন্য ভোট দেননি, আমরা প্রথমে তাদের উদ্বেগের মেটাব।’

এদিকে এই জয়ের পর মণীশ সিসোদিয়া বলেন, ‘দিল্লি পুরনিগমের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের ওপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীদের ধন্যবাদ। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং নেতিবাচক দলকে হারানোর জন্য রাজধানীবাসী অরবিন্দ কেজরিওয়ালকে সাহায্য করেছে।’

প্রসঙ্গত, ১৯৫৮ সালে গঠিত হয়েছিল দিল্লি পুরনিগম। একদশক আগে সেই পুরনিগম তিনভাগে খণ্ডিত হয়েছিল। তবে ২০২২ সালের ফের একবার জুড়ে যায় তিনটি পুরনিগম। ফের ২৫০ ওয়ার্ড বিশিষ্ট অবিভক্ত দিল্লি পুরনিগম গঠিত হয়। আজ সেই পুরনিগমের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। ভোটগণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালায় বিজেপি এবং আম আদমি পার্টি। তবে বেলা যত গড়িয়েছে তত এগিয়েছে আম আদমি পার্টি। পিছিয়ে পড়ে বিজেপি। ভেটগণনা শেষে দেখা যায়, দিল্লিতে ১৩৪টি ওয়ার্ডে জয়ী আপ।

বন্ধ করুন