অক্ষুণ্ণ থাকতে চলেছে মেঘালয়ের ট্র্যাডিশন। ১৯৭২ সালের পর থেকে মেঘালয় যে কোনও দলকে একক সংখ্যাগরিষ্ঠতা প্রদান করেনি, এবারও সেই ধারা বজায় থাকতে চলেছে বলে বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছে। অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, একক বৃহত্তম দল হতে চলেছে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা যা ইঙ্গিত দিয়েছেন, তাতে ফের বিজেপি বা ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির (ইউডিপি) সঙ্গেই জোট করে সরকার গড়তে পারে শাসক দল।
বুথফেরত সমীক্ষার আভাস
জি ম্যাট্রিজ সমীক্ষা
১৯৭২ সাল থেকে মেঘালয়ে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবারও সেই ধারা অব্যাহত থাকবে। ম্যাজিক ফিগার ৩১ হলেও শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২১-২৬ টি আসনে জিততে পারে। ছয় থেকে ১১ টি আসনে জিততে পারে বিজেপি। তিনটি থেকে ছ'টি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। আটটি থেকে ১৩ টি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া সমীক্ষা
১৮ থেকে ২৪ টি আসনে জিততে পারে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ছ'টি থেকে ১২ টি আসনে। আটটি থেকে ১২ টি আসনে জিততে পারে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)। চারটি থেকে আটটি আসনে জিততে পারে বিজেপি। পাঁচটি থেকে ন'টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস।
টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষা
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) জিততে পারে ১৮ থেকে ২৬ টি আসনে। তৃণমূল কংগ্রেস আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে। সমসংখ্যক আসনে জিততে পারে ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)। তিনটি থেকে ছ'টি আসনে জিততে পারে বিজেপি।
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মেঘালয়ের ফলাফল
মেঘালয়ে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৬০। কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। একক বৃহত্তম দল হয়েছিল কংগ্রেস। জিতেছিল ২১ টি আসনে। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার থেকে ১০ টি আসন কম পেয়েছিল। সেই পরিস্থিতিতে কংগ্রেসকে টেক্কা দিয়েছিল বিজেপি।
ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি), বিজেপি এবং অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনে সরকার গঠন করেছিল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সেই জোটের নাম দেওয়া হয়েছিল মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ইউডিএ)। এনপিপি পেয়েছিল ১৯ টি আসন। দুটি আসনে জিতেছিল বিজেপি। ইউডিপির ঝুলিতে গিয়েছিল ছ'টি আসন। সেইসঙ্গে স্টেট পিপলস ডেমোক্রেটিক পার্টি দুটি আসনে, নির্দলরা তিনটি আসনে এবং অন্যান্যরা পাঁচটি আসনে জিতেছিল।
আরও পড়ুন: Exit Polls Live Updates - ২০১৮-তে ১০০% আসনেই জামানত জব্দ, এবার মেঘালয়ে কী হবে TMC-র?
তারইমধ্যে নির্বাচনের পর কংগ্রেস ধসে যায়। নির্বাচনের কয়েক মাস পরেই কংগ্রেসের টিকিটে জয়ী দুই বিধায়ক এনপিপিতে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের গোড়ার দিকে দুই কংগ্রেস বিধায়কের মৃত্যু হয়েছিল। তারপর নভেম্বরে ধসে গিয়েছিল কংগ্রেস। ১২ জন কংগ্রেস বিধায়ক যোগদান করেছিলেন তৃণমূলে। পরবর্তীতে দু'জন বিধায়ক এনপিপিতে এবং দু'জন বিধায়ক ইউডিপিতে যোগদান করেছিলেন। তার জেরে এবার বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের বিধায়ক সংখ্যা শূন্যে ঠেকেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)