বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Meghalaya Polls: মেঘালয়ের দুর্নীতি দূর হবে, প্রচারে বাংলার প্রসঙ্গ তুললেন অভিষেক

Meghalaya Polls: মেঘালয়ের দুর্নীতি দূর হবে, প্রচারে বাংলার প্রসঙ্গ তুললেন অভিষেক

মেঘালয়ের ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়।. (PTI Photo) (PTI)

মেঘালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল মিছিল হয়। সভায় অভিষেক বলেন, অধিকারের লড়াই চলছে মেঘালয়ে। মেঘালয়ের পতাকা গোটা দেশে উড়বে। ৫ বছরে দেখুন আচ্ছা দিন আসেনি।

মেঘালয়ে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, সামনেই মেঘালয় ভোট। আর হাতে আর বেশি সময় নেই। আমি শুধু একটা কথা বলতে চাই তৃণমূল যদি বাংলায় করতে পারে তবে মেঘালয়ে কেন করতে পারবে না। তৃণমূল যদি বাংলায় বিজেপিকে শিক্ষা দিতে পারে তবে মেঘালয়ে কেন বিজেপিকে শিক্ষা দিতে পারবে না। গত ৫ বছরে তারা সুযোগ পেয়েছে রাজ্য চালানোর। গত ৫ বছরে তারা অন্যভাবে সরকার তৈরি করেছিল। আপনারা অনেক আশা করেছিলেন। সার্বিক উন্নয়ন চেয়েছিলেন আপনারা। কিন্তু গত ৫ বছরে হলটা কী?

অভিষেক বলেন, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করুন, এই মেঘালয় কি আপনারা চেয়েছিলেন? কিন্তু মেঘালয় একজন পুতুলকে চায় না। মেঘালয় একজন প্রকৃত নেতৃত্ব চান। যিনি তাঁদের মানুষের পাশে দাঁড়ান। মেঘালয় এমন কাউকে চায় না যাঁকে চালনা করা হবে দিল্লি আগ গৌহাটি থেকে। সেখান থেকে তাদের প্রভুরা দড়ি টানবেন। মেঘালয় চায় একজন প্রকৃত নেতাকে যিনি রাজ্যবাসীর জন্য লড়াই করবেন।

এর সঙ্গেই তিনি জানিয়েছেন গত পাঁচবছরে মেঘালয়কে নানা ক্ষেত্রে ভুগতে হয়েছে। কিন্তু আর কোনও মতেই নয়। এবার ঘুরে দাঁড়াতে হবে। এবার পরিবর্তন চাইছে মেঘালয়।

এদিন মেঘালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল মিছিল হয়। সভায় অভিষেক বলেন, অধিকারের লড়াই চলছে মেঘালয়ে। মেঘালয়ের পতাকা গোটা দেশে উড়বে। ৫ বছরে দেখুন আচ্ছা দিন আসেনি। অনেক ভাষণ দিয়েছেন। এবার Ration ও চাই। দুর্নীতি দূর করা হবে। দুর্নীতিগ্রস্ত সরকারকে উচিত শিক্ষা দিন।

অভিষেক বলেন, এদিন যে সাড়া দেখেছি তাতে আমি অভিভূত। যে ভিড় দেখলাম তা অপ্রত্যাশিত। আমরা গোটা রাস্তায় হেঁটেছি। সেখানে যে সাডা় পেয়েছি তা অভিভূত। তৃণমূল আপনাদের সঙ্গে থাকবে। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনে তৃণমূলের সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা। মেঘালয়ে আমাদের একজনও এমপি নেই। বাংলায় জেতার পর আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি তা করে দেখিয়েছি। ১০০০ টাকা ব্য়াঙ্কের অ্য়াকাউন্টে চলে যাবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর। আমরা মরে যাব কিন্তু তিন মাসের মধ্যে আমাদের প্রতিশ্রুতি পালন করব।

এদিকে অভিষেকের বক্তব্যকে ঘিরে হাসির রোল নেটপাড়ায়। অনেকেই বলা শুরু করেছেন বাংলার দুর্নীতির কথা।

 

বন্ধ করুন