কেরালায় বামেরা বিজেপির মতোই ঘৃণার রাজনীতি করছে। রবিবার কেরালার প্রচারে এসে এই ভাষাতেই বাম–বিজেপি উভয় দলকেই আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
রবিবার কেরালায় ভোট প্রচারের শেষদিনে এসেছিলেন রাহুল গান্ধী। প্রচারে বিজেপি এবং বামেদের একযোগে আক্রমণ করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন। কিন্তু আমি কখনও তাঁকে সিপিএম-মুক্ত কেরালা বলতে শুনলাম না। কেন তিনি সেকথা বলেননি, সেটাই বুঝতে চাই। কেরালায় ব্যাপক দুর্নীতি। প্রকাশ্যে দুর্নীতি চলছে।এই দুর্নীতির বিরুদ্ধে এলডিএফ সরকার তদন্ত করবে বলে মনে হয় না। কিন্তু কেন্দ্রীয় সরকার কেন তদন্ত করছে না? আসলে বিজেপির একটাই লক্ষ্য, কংগ্রেসকে দেশ থেকে নির্মূল করা।’
এদিন বিজেপিকে বামেদের সঙ্গে এক আসনে বসিয়ে কংগ্রেস নেতা বলেন,‘কংগ্রেস শুধু একটা সংগঠন নয়। কংগ্রেস একটা মতাদর্শ। বিজেপির সঙ্গে বামেদের কোনও সমস্যা নেই। দুটো দলই ঘৃণা, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে।কেন্দ্রের বিজেপি সরকারই হোক বা কেরালার বামেদের সরকার - দুই সরকারই মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিজেপি সারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। শুধু জ্বালানির দাম বাড়িয়ে যাচ্ছে নিজেদের কাছের লোকেদের সুবিধা করে দেওয়ার জন্য। তবে কেরালায় কংগ্রেস ক্ষমতায় এলেই এই রাজ্যে ন্যায় প্রকল্প চালু হয়ে যাবে।’