আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যটিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন? তা নিয়ে দলের অন্দরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। হরিয়ানার ৬ বারের বিজেপি বিধায়ক অনিল ভিজ দাবি করেছেন, দলের প্রবীণতম সদস্য হিসাবে তিনিই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। অন্যদিকে, বর্তমানে হরিয়ানায় বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন নায়েব সিং সাইনি। এই অবস্থায় তৃতীয়বারের জন্য হরিয়ানায় বিজেপি সরকার গঠন করলে কে মুখ্যমন্ত্রী হবেন? তা স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা হরিয়ানায় বিজেপির নির্বাচনী ইনচার্জ ধর্মেন্দ্র প্রধান।
আরও পড়ুন: হরিয়ানায় ভোটপ্রচারে নিজের প্রথম ১০০ দিনের কাজের ফিরিস্তি দিলেন মোদী
কেন্দ্রীয় মন্ত্রী প্রধান স্পষ্ট করে দিয়েছেন, যে নায়েব সিং সাইনিই হলেন হরিয়ানায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ। একইসঙ্গে তিনি দাবি করেছেন, যে হরিয়ানায় টানা তৃতীয়বারের মতো বিধানসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি। অনিল ভিজের মন্তব্য প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘একজন দলীয় কর্মী হওয়ায় তিনি (ভিজ) এমনটা বলেছেন। কিন্তু নায়েব সিং সাইনিই হলেন বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ।’
কী বলেছিলেন অনিল ভিজ?
৬ বারের বিধায়ক অনিল ভিজ রবিবার সাংবাদিকদের বলেন, ‘আমি আজ পর্যন্ত দলের কাছে কিছু চাইনি। মানুষ আমাকে প্রশ্ন করে যে, আমি প্রবীণ হয়েও কেন মুখ্যমন্ত্রী হলাম না? জনগণের দাবিতে এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে আমি মুখ্যমন্ত্রী হওয়ার দাবি তুলে ধরব।’ তিনি আরও বলেন, ‘আমাকে মুখ্যমন্ত্রী করার দায়িত্ব দলের। কিন্তু যদি তারা তা করে, আমি হরিয়ানার ভাগ্য এবং চেহারা বদলে দেব।’
উল্লেখ্য, মার্চ মাসে সাইনিকে হরিয়ানায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়। তখন লোকসভা নির্বাচনে কারনাল সংসদীয় আসন থেকে খট্টরকে প্রার্থী করে বিজেপি। তিনি জয়ী হন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের মন্ত্রী হন।
এদিকে, আম্বালা ক্যান্টের বিধায়ক অনিল ভিজকে সাইনির নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়নি। রবিবার সংবাদ মাধ্যমের সামনে তিনি মুখ্যমন্ত্রীর পদের দাবি করেন। তারফলে অস্বস্তিতে পড়ে বিজেপি। এদিকে, গেরুয়া শিবির গত ১১ সেপ্টেম্বর আম্বালার প্রার্থী ঘোষণা করেছে প্রবীণ এই নেতাকে। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন হবে। আগামী ৮ অক্টোবর ভোট গণনা।