বাংলা নিউজ >
ভোটযুদ্ধ > Panchayat Poll 2023: মাস ঘুরলেই পঞ্চায়েত ভোট! শনিবার থেকে রাজ্য পুলিশের ছুটি বাতিল, ছাড় বিশেষ কারণে
Panchayat Poll 2023: মাস ঘুরলেই পঞ্চায়েত ভোট! শনিবার থেকে রাজ্য পুলিশের ছুটি বাতিল, ছাড় বিশেষ কারণে Updated: 09 Jun 2023, 09:01 PM IST Sritama Mitra তবে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)র চিঠিতে উল্লিখিত রয়েছে জরুরি বা বিশেষ কারণে এই ছুটি বিবেচিত হবে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন নির্ধারিত হয়েছে। আর ১০ জুলাই রয়েছে গণনা। এই সময়কালে রাজ্যের আইনশৃঙ্খলা ধরে রাখা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ 1/4 আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরই ৮ জুলাই পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গে। এদিকে, বৃহস্পতিবারই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ঐর শুক্রবারই রাজ্যের অ্যাডিশনাল ডিজিপি আইনশৃঙ্খলা শুক্রবার চিঠি দিয়ে রাজ্যের পুলিশ কর্মীদের ছুটি শনিবার থেকে বাতিল ঘোষণা করেছেন। ভোট শেষ হওয়া পর্যন্ত এই নির্দেশ লাগু থাকছে। 2/4 তবে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)র চিঠিতে উল্লিখিত রয়েছে জরুরি বা বিশেষ কারণে এই ছুটি বিবেচিত হবে। উল্লেখ্য, আগামী ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন নির্ধারিত হয়েছে। আর ১১ জুলাই রয়েছে গণনা। এই সময়কালে রাজ্যের আইনশৃঙ্খলা ধরে রাখা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ। এদিকে, বিরোধীদলগুলি পুলিশকে দিয়ে নির্বাটন করানোর পক্ষে নয়। বিরোধী দলের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্যের পঞ্চায়েত ভোট স্বচ্ছ হবে না। 3/4 উল্লেখ্য, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে ব্যাপক উত্তেজনা, বিশৃঙ্খলা দেখা গিয়েছিল। রক্তপাত, বোমাবাজি, ভোট লুঠের অভিযোগ ছিল দিকে দিকে। সেবারও ভোট এক দফাতেই হয়েছে। ফলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সামনে ২০২৩ পঞ্চায়েত ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ। 4/4 এদিকে, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে ভোটের সময় রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রাজীব সিনহা বলছেন, ‘রাজ্য পুলিশের ওপর ভরসা রাখা উচিত।’ তিনি তাঁর বক্তব্যে ‘বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা’র কথাও বলেছেন।