মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় হিমাচল প্রদেশে প্রচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা যেমন তাঁকে দেখেই ভোট দেওয়ার আর্জি জানান, সেভাবেই আজ হিমাচলে মোদী বললেন, ‘যেখানে আপনারা পদ্মের প্রতীক দেখতে পাবেন, বুঝবেন যে আপনাদের কাছে বিজেপি ও মোদী এসেছে।’
আগামী ১২ নভেম্বর বিধানসভা নির্বাচনের আগে শনিবার হিমাচলে জোরকদমে প্রচার করেন মোদী। সোলানে ‘বিজয় সংকল্প র্যালি’-তে মোদী বলেন, ‘বিজেপির প্রার্থী কে, সেটা মনে রাখতে হবে না। যখন আপনারা ভোট দিতে যাবেন, তখন শুধুমাত্র পদ্মের প্রতীকটা মনে রাখবেন। পদ্ম নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা। যেখানেই আপনারা পদ্মের প্রতীক দেখতে পাবেন, বুঝবেন যে আপনাদের কাছে বিজেপি ও মোদী এসেছে।’
সোলানের জনসভার আগে মাণ্ডির জনসভা থেকে কংগ্রেসকে তুমুল আক্রমণ শানান মোদী। তিনি দাবি করেন, ১২ নভেম্বর যে ভোটগ্রহণ হতে চলেছে, তা আগামী ২৫ বছরের জন্য হিমাচলের ভাগ্য নির্ধারণ করবে। পাহাড়ি রাজ্যে রাজনৈতিক স্থিরতা আনতে বিজেপিকে ভোটে জেতানোর আর্জি জানান মোদী। যে রাজ্য অতীতে বিদায়ী সরকারের উপর আস্থা না রাখার সাক্ষী থেকেছে।
সম্ভবত সেই রেশ ধরেই মোদী অভিযোগ করেন, যখনই হিমাচলে কংগ্রেস ক্ষমতায় এসেছে, তখনই যাবতীয় উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে। মোদী বলেন, 'আপনারা যদি সরকারের থেকে জবাবদিহি এবং উত্তর চান, তাহলে আবারও (বিজেপি সরকারকে) সুযোগ দেওয়া উচিত। একসঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। নয়া রীতি চালু করব এবং বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনব।'
করোনা টিকা নিয়ে কংগ্রেসকে আক্রমণ মোদীর
মোদী বলেন, ‘আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। হিমাচল প্রদেশে যদি কংগ্রেসের সরকার থাকত, তাহলে হিমাচলে সবথেকে শেষে টিকা পৌঁছাত। (আপনারা) সঠিক বোতামে ভোট দিয়েছেন। তাই (হিমাচল প্রদেশে) এত উন্নয়ন হয়েছে।’
আরও পড়ুন: JP Nadda on Modi: ‘টিকা বানিয়েছেন মোদীজি’, হিমাচলে প্রচারে ‘BJP-কে বাঁচানোর’ আর্তি নড্ডার
মোদীর প্রচারে রাম মন্দির, ৩৭০ ধারা ও জাতীয়তাবাদী ভাবাবেগ
কংগ্রেসকে আক্রমণ শানানোর মধ্যেই বিজেপির চিরাচরিত কৌশলও ছুঁয়ে যান মোদী। তিনি অভিযোগ করেন, ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া কংগ্রেসের পুরনো কৌশল। সেখানে ইস্তাহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়, তা পূরণ করতে দিনরাত এক করে দেয় বিজেপি। মোদী বলেন, 'আমরা (সংবিধানের) ৩৭০ ধারা রদের প্রতিশ্রুতি পূরণ করিনি? আমরা রাম মন্দিরের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা আজ রাম মন্দির তৈরি করছি।'
সেইসঙ্গে মোদী অভিযোগ করেন, প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জামের ক্ষেত্রে ভারত যে আত্মনির্ভর হোক, তা কখনও চায়নি কংগ্রেস। যে কোনও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে 'কাটমানি' নিয়েছে। মোদী বলেন, 'কারা সবথেকে বেশি ফল ভুগেছেন? হিমাচল প্রদেশের সাহসী মায়েরা। যাঁরা সীমান্তে নিজেদের ছেলেদের পাঠিয়েছিলেন।'