বাংলা নিউজ > ভোটযুদ্ধ > PM Modi on Unity: 'বিভেদের তো অনেক কারণ আছে, জোটবদ্ধ থাকার একটাই কারণ - আমার দেশ', বার্তা মোদীর

PM Modi on Unity: 'বিভেদের তো অনেক কারণ আছে, জোটবদ্ধ থাকার একটাই কারণ - আমার দেশ', বার্তা মোদীর

নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)

PM Modi on Unity: গুজরাট বিধানসভা নির্বাচনে জয় ও হিমাচল প্রদেশে হারের পর নরেন্দ্র মোদী বলেন, ‘ফল্টলাইনের (সমাজে বিভেদের কারণ) সংখ্যা বাড়িয়ে নয়, ফল্টলাইনের সংখ্যা কমিয়েই ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।'

সমাজে বিভেদের অনেক কারণ থাকতে পারে। কিন্তু জোটবদ্ধ থাকার একটাই কারণ। সেটা হল ‘আমাদের দেশ ভারত’। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, ‘আমাদের ভারত প্রথম নীতি নিয়ে এগিয়ে যেতে হবে।’

গুজরাটের বিধানসভা নির্বাচনে রেকর্ড জয় উদযাপনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দফতরে আসেন মোদী। সেখানে তিনি বলেন, ‘ফল্টলাইনের (সমাজে বিভেদের কারণ) সংখ্যা বাড়িয়ে নয়, ফল্টলাইনের সংখ্যা কমিয়েই ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কখনও ভাষার প্রাচীর; কখনও জীবনযাত্রা, কখনও বর্ণ, কখনও এই শ্রেণি, কখনও ওই শ্রেণি (করা হয়)।’

আরও পড়ুন: Narendra Modi on Himachal Pradesh Election 2022: 'BJP-কে জেতানোর প্রবল চেষ্টা করেছেন হিমাচলের মানুষ', হাতেগরম ‘প্রমাণ’ দিলেন মোদী

চারিদিকে কালো মাথার ভিড়ের মধ্যেই মোদী বলেন, ‘লড়াইয়ের জন্য তো হাজার-হাজার কারণ থাকতে পারে। কিন্তু একইসূত্রে জুড়ে থাকার জন্য তথা জোটবদ্ধ হওয়ার জন্য একটা কারণই যথেষ্ট - এই মাতৃভূমি, এই দেশ, আমাদের ভারত। আমাদের ভারত প্রথম নীতি নিয়ে এগিয়ে যেতে হবে। বেঁচে থাকা এবং মৃত্যুর জন্য এর থেকে কোনও বড় কারণ হতে পারে না।’

আরও পড়ুন: Why BJP lost Himachal Pradesh Elections: নিজেরাই নিজেদের 'শত্রু', ‘ফেল’ ব্র্যান্ড মোদী - কোন কোন কারণে হিমাচলে হারল BJP?

মোদী আর কী কী বললেন? 

  • মোদী: ভোটের প্রচারের সময় গুজরাটের ভাই-বোনেদের আমি বলেছিলাম যে এবার নরেন্দ্রর রেকর্ড ভেঙে দেওয়া উচিত। আমি প্রতিজ্ঞা করেছিলাম, নরেন্দ্রর রেকর্ড যাতে ভূপেন্দ্র (গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল) ভাঙতে পারেন, সেজন্য নরেন্দ্র কঠোর পরিশ্রম করবে। আর গুজরাটের মানুষ তো রেকর্ড ভাঙার ক্ষেত্রেও রেকর্ড তৈরি করেছেন। গুজরাটের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। গুজরাটের ইতিহাসে সবথেকে বড় জয় পেয়েছে বিজেপি। ইতিহাস তৈরি করেছেন গুজরাটের মানুষ।

 

বন্ধ করুন