আজ ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। আর সেদিনই দিল্লিতে অনুষ্ঠিত আদি মহোৎসবে ত্রিপুরায় তৈরি পাগড়ি পরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আজ সেই পাগড়ি পড়িয়ে দেন কেন্দ্রীয় আদিবাসী উন্নয় মন্ত্রী অর্জুন মুণ্ডা। উল্লেখ্য, বিভিন্ন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর পাগড়ি ও পোশাক নজর কেড়ে থাকে। যেবছর যে রাজ্যের নির্বাচন থাকে, সেই রাজ্যের সঙ্গে সম্পর্কিত কিছু না কিছু ব্যবহার করতে দেখা যায় মোদীকে। স্বাধীনতা দিবস বা অন্য কোনও অনুষ্ঠানে... অসমের গামছা হোক, উত্তরাখণ্ডের ব্রহ্মকমল টুপি। এই ধারাবাহিকতা বজায় রেখে আজ ত্রিপুরা নির্বাচনের দিন সেরাজ্যে তৈরি পাগড়ি পরলেন তিনি। (ত্রিপুরা নির্বাচনের লাইভ আপডেট দেখুন এখানে)
উল্লেখ্য, এবারের ত্রিপুরা নির্বাচনে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে তিপ্রা মথা। এই আবহে ভোটের দিনই এই পাগড়ি পরে যেন ত্রিপুরার আদিবাসী সমাজকে বার্তা দিলেন মোদী। এদিকে আজ মোদী বলেন, 'আজ, ভারতের ঐতিহ্যবাহী পণ্যের চাহিদা, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের তৈরি পণ্যগুলির চাহিদা ক্রমাগত বাড়ছে। উত্তর-পূর্বাঞ্চলের পণ্য এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে। বাঁশের পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পূর্ববর্তী সরকারের আমলে বাঁশ কাটা এবং এর ব্যবহার আইনত নিষিদ্ধ ছিল। আমরা বাঁশকে ঘাসের ক্যাটাগরিতে নিয়ে এসেছি এবং এর উপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে করে বাঁশের পণ্য বড় শিল্পের অংশ হয়ে উঠছে।'
আরও পড়ুন: বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরার বহু জায়গায়, বামেদের মারধরের অভিযোগ, হাসপাতালে ১
এদিকে আজ সকালেই ত্রিপুরা নির্বাচন নিয়ে টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে প্রচারে এসে বারবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের বার্তা দিয়েছিলেন মোদী। আর আজ টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, 'গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরার সমস্ত মানুষদের আবেদন জানাচ্ছি। বিশেষ করে রাজ্যের যুব প্রজন্মকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছি।'