বিধানসভা নির্বাচনের মাসদেড়েক আগে পুদুচেরিতে পড়ে গিয়েছে কংগ্রেস সরকার। একের পর এক বিধায়কের ইস্তফার জেরে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন ভি নারায়ণস্বামীরা। পরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের দিন হার নিশ্চিত জেনে ওয়াক-আউট করেছিলেন সরকার পক্ষের বিধায়করা। দেড় মাসের জন্য সরকার গঠনের দাবি জানায়নি কোনও বিরোধী দল। ফলে আপাতত রাষ্ট্রপতি শাসনে আছে পুদুচেরি। সেই পরিস্থিতিতে শুক্রবার পুদুচেরি বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন।
২০২১ সালে পুদুচেরি বিধানসভা ভোটের নির্ঘণ্ট :
কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।
উল্লেখ্য, পুদুচেরি বিধানসভায় মোট আসন সংখ্যা ৩৩। তিনজনকে মনোনীত করে কেন্দ্র। ফলে বিধানসভা ভোটে ৩০ আসনে লড়াই হয়। ২০১৬ সালে ডিএমকের তিনজন এবং একজন নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। নিজেদের হাতে ছিল ১৫ জন। বিরোধী এআইএডিএমকে এবং অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের দখলে গিয়েছিল যথাক্রমে চারটি এবং সাতটি আসন।