নির্বাচন যত এগোচ্ছে, ততই ধারালো হচ্ছে রাজনৈতিক নেতাদের একে অপরকে আক্রমণ করার ভাষা। এই আবহে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ভগবন্ত মানকে আক্রমণ করে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিত্ চান্নি অভিযোগ করেন, ‘ভগবন মান একজন মাতাল। আম আদমি পার্টি কীভাবে এমন একজন মানুষের ঘাড়ে নির্বাচনের দায়িত্ব চাপাতে পারে?’
বুধবার ভাটিন্ডায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় চন্নি ভগবন্ত মানকে একজন মাতাল এবং অশিক্ষিত ব্যক্তি বলে অভিহিত করেছিলেন। চান্নি বলেন, ‘ভগবন্ত মান একজন মাতাল এবং নিরক্ষর ব্যক্তি। তিনি তিন বছরে দ্বাদশ শ্রেণী পাস করেন। আমরা কীভাবে এমন একজনকে পঞ্জাবের দায়িত্ব দিতে পারি?’
উল্লেখ্য, আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান ধুরি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনটি ২০১২ সাল থেকে কংগ্রেস দলের শক্ত ঘাঁটি। ভগবন্ত একজন প্রাক্তন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। মান ২০১৪ সালে অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে তিনি আম আদমি পার্টির পঞ্জাব ইউনিটের প্রধান এবং রাজ্যের সাঙ্গরুর সংসদীয় কেন্দ্র থেকে দু’বারের সাংসদ।
মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে ভগবন্ত মান পঞ্জাবের তিন কোটি মানুষের কাছে দাবি করেন, আপ ক্ষমতায় এলে রাজ্যকে মাদক সমস্যা থেকে মুক্ত করা হবে। পাশাপাশি তাঁর আরও দাবি, রাজ্যের কোষাগার পূরণ এবং ঋণ পরিশোধ করবে আম আদমি পার্টি।