বাংলা নিউজ > ভোটযুদ্ধ > 'আমি দেশভক্ত, নতুন ভারত গড়ব,' পঞ্জাবে জেতার পরে বড় বার্তা দিলেন কেজরিওয়াল

'আমি দেশভক্ত, নতুন ভারত গড়ব,' পঞ্জাবে জেতার পরে বড় বার্তা দিলেন কেজরিওয়াল

 দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান। (PTI Photo) (PTI)

কর্মীদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, বার বার বলছি অহঙ্কার করবেন না। অন্যায় করবেন না।

পঞ্জাবে বাজিমাত করেছে আপ। কিছুটা হলেও অপ্রত্য়াশিত এই জয়। ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কংগ্রেসের একাধিক হেভিওয়েট প্রার্থী পরাজিত হয়েছেন। আর নিঃসন্দেহে এটা জাতীয় রাজনীতিতে বড় চমক। ১১৭র মধ্যে আপের দখলে ৯২টি আসন। কার্যত পঞ্জাব থেকে উড়ে গিয়েছে কংগ্রেস। আর পঞ্জাবে আপের এই বিপুল জয় নিয়ে মুখ খুললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

তাঁর দাবি, ‘মোবাইল রিপেয়ারিংয়ের দোকানের কর্মচারীর কাছে পরাজিত হয়েছেন পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী। আপের ওই প্রার্থীর মা সাফাইকর্মীর কাজ করেন। বাবা কৃষক। আর সেই প্রার্থীর কাছেই হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এটাই আপের শক্তি। যেদিন আপ উঠে দাঁড়াবে সেদিন বড় বড় ইনকিলাব চলে আসবে। কেজরিওয়াল আতঙ্কবাদী নয়, কেজরিওয়াল দেশভক্ত। আতঙ্কবাদী তোমরা, যারা সকলে মিলে দেশ লুঠ করছ। নতুন ভারত গড়ব। যেখানে একে অপরকে ভালোবাসবে, ঘৃণা নয়। এমন ভারত হবে যেখানে কেউ খালি পেটে ঘুমোবে না। আমাদের মা বোনেরা সুরক্ষিত থাকবেন। গরিব, বড়লোক সবার বাচ্চা ভালো শিক্ষা পাবে। এমন ভারত তৈরি হবে যেখানে অনেক মেডিকেল কলেজ হবে। এটা লজ্জার, স্বাধীনতার এত বছর পরেও ভারত থেকে ইউক্রেনের মতো ছোট দেশে মেডিক্যাল পড়তে যেতে হয়।’

 

কেজরিওয়াল বলেন, দেশের সমস্ত মানুষকে আহ্বান করছি নিজের শক্তিকে চিনুন। উঠে দাঁড়ান। দেশের অন্দরে ইনকিলাব আনার সময় এসে গিয়েছে। ৭৫ বছর খারাপ করে দিয়েছে। সবাই আম আদমি পার্টিতে জয়েন করুন। আম আদমি পার্টি কোনও দলের নাম নয়। আম আদমি পার্টি ইনকিলাবের আর এক নাম। স্বপ্ন পূরণের নাম। এত বড় ভরসা করেছেন মানুষ আমাদের উপর, আমাদের তাদের পাশে থাকতে হবে।' 

কর্মীদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, বার বার বলছি অহঙ্কার করবেন না। অন্যায় করবেন না। অনেকে গালিগালাজ করবে। আমাকেও গালি দিয়েছেন অনেকে। আমি নাকি সন্ত্রাসবাদী। গালির জবাব গালিতে নয়। আমাদের ভালোবাসার রাজনীতি আনতে হবে। সেবার রাজনীতি করতে হবে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

জুনিয়র ডাক্তারদের সমর্থনে এবার 'কর্মবিরতিতে' প্রাইভেট হাসপাতালের চিকিৎসকরা ‘সহ্য় করা কঠিন…’! স্ত্রী-সন্তান না থাকায় ‘একা’ লাগত, সিমিকে জানান রতন টাটা ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.