বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Punjab Election Result: 'রাজভবনে নয়, শপথ নেব ভগত সিংয়ের গ্রামে', পঞ্জাব জয়ের পর বড় ঘোষণা মানের

Punjab Election Result: 'রাজভবনে নয়, শপথ নেব ভগত সিংয়ের গ্রামে', পঞ্জাব জয়ের পর বড় ঘোষণা মানের

আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান (পিটিআই) (PTI)

পঞ্জাবের ঐতিহাসিক জয়ে নয়া নজির গড়েছে আম আদমি পার্টি।

পঞ্জাবের ধুরি আসনে ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতে তিনি পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভগবন্ত মান। তাঁরই মতো পঞ্জাবে আম আদমি পার্টির আরও ৯০ জন প্রার্থী জয়ের পথে পা বাড়িয়েছেন। আর এই ঐতিহাসিক জয়ে আম আদমি পার্টি নয়া নজির গড়েছে। দেশের চতুর্থ দল হিসেবে একাধিক রাজ্যে সরকার গছন করেছে তারা। এই আবহে এদিন মান জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হিসেবে মান শপথবাক্য পাঠ করবেন না রাজভবনে। বরং তিনি শপথবাক্য পাঠ করবেন ভগত সিংয়ের গ্রাম খতকরকলানে। উল্লেখ্য, রাজনীতিতে আসার পর থেকেই মান দাবি করে এসেছেন যে তিনি ভগত সিংয়ের অনুগামী। বিপ্লবের প্রতীক হিসেবেই সবসময় তিনি হলুদ পাগড়ি পরেন। বামপন্থীদের মতো ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান শোনা যায় আম আদমি পার্টির কর্মীদের গলায়। সেখানে জাতীয়তাবাদের মন্ত্রে শান দিয়ে ভগত সিংয়ের আবেগ ছুঁলেন মান।  

ভোটে জিতে মান এদিন বলেন, ‘তারা (বিরোধী) প্রতিটি কৌশল ব্যবহার করেছে আমার এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছে। কিন্তু এই সমস্ত দাবি প্রত্যাখ্যান করেছে পঞ্জাব এবং তারা আমাদের প্রতি বিশ্বাস দেখিয়েছে। রাজনীতিবিদ এবং আমলাদের সাধারণ মানুষকে (আম আদমি) সম্মান করতে শেখা উচিত।’

তিনি এদিন আরও বলেন, ‘আমার প্রথম উদ্বেগ হল বেকারত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন পঞ্জাবের দায়িত্ব আমার কাঁধে। অনুগ্রহ করে আমার উপর বিশ্বাস রাখুন, আমরা পঞ্জাবে পরিবর্তন আনব। এক মাসের মধ্যে এই বদল দেখা যাবে। মুখ্যমন্ত্রী পুরো পাঞ্জাবের জন্য কাজ করবেন... কোনও দলের জন্য নয়। প্রতিটি পঞ্জাবি এই শাসনের সুবিধা পাবে।’

উল্লেখ্য, পঞঅজাবে এদিন আম আদমি পার্টি ৯১টি আসনে জিতেছে বা এগিয়ে রয়েছে। তাছাড়া কংগ্রেস মাত্র ১৮টি আসনে জিতেছে। শিরোমণি অকালি দল, বহুজন সমাজ পার্টির জোট জিতেছে মাত্র ৪টি আসনে। অপরদিকে বিজেপি-ক্যাপ্টেন জোটের ঝুলিতে গিয়েছে মাত্র দুটি আসন।

ভোটযুদ্ধ খবর

Latest News

একদিনের মধ্যে ২৩টি দাঁত তুলে বসানো হল ১২টি ! ১৩ দিনের মধ্যে মৃত্যু ব্যক্তির পুলিশের অত্যাচারে মৃত কিশোর, যোগী রাজ্যে ফের দলিত নিধন! নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি বিশ্বকর্মা পুজোয়? মঙ্গল কোন জেলায় কী হবে? ঝড় উঠবে? বিশ্বকর্মা পুজো মানেই দুর্গাপুজোর দিন গোনা শুরু, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা ৭১ শতাংশ কর্মচারী চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ করে, চমক রিপোর্টে 'অভিজিতের পরিবারের পাশে আছি'- দাবি কলকাতা পুলিশের হাওড়ায় পুলিশের হাতে গ্রেফতার পুলিশেরই কনস্টেবল সহ ৩! পানশালায় অশান্তির অভিযোগ এবার পরিবহণ দফতরে অনলাইনে আর্থিক লেনদেন করতে হবে, জারি নয়া নির্দেশিকা ডিভোর্সি, মাসে আয় দশ হাজার, আবদার বরের থাকবে মোটা আয়, ঘোরাতে হবে সারা বিশ্ব! মমতার সঙ্গে 'শেষবারের' বৈঠকে জুনিয়র ডাক্তাররা, কী আলোচনা? দাবি মানবে সরকার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.