ছিলেন কমেডিয়ান। সেখানে থেকে রাজনীতিতে প্রবেশ। সেই আম নাগরিক হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির হয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ভগবন্ত মান। বর্তমানে লোকসভায় আপ-এর একমাত্র সাংসদ তিনি। তবে সেই পদে বেশিদিন থাকবেন না তিনি। কারণ পঞ্জাবের ধুরি আসনে ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতে তিনি হতে চলেছেন পঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী। এবং জয় নিশ্চিত হতেই এদিন দলীয় কর্মীদের মুখোমুখি হন মান। আর সমর্থকদের সামনে মঞ্চেই ছেলেকে জড়িয়ে ধরেন মানের মা।
উল্লেখ্য, প্রচারের সময় আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীর মুখ মানকে ব্যক্তিগত ভাবে আক্রমণ শানায় কংগ্রেস থেকে শুরু করে শিরোমণি অকালি দল। মানের মদ্যপানের অভ্যেসের অভিযোগ তুলে সরব হয়েছিলেন সব বিরোধী দলই। এই পরিস্থিতিতে আজকে ভোটে জিতে মান বলেন, ‘তারা প্রতিটি কৌশল ব্যবহার করেছে আমার এবং অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছে। কিন্তু এই সমস্ত দাবি প্রত্যাখ্যান করেছে পঞ্জাব এবং তারা আমাদের প্রতি বিশ্বাস দেখিয়েছে। রাজনীতিবিদ এবং আমলাদের সাধারণ মানুষকে (আম আদমি) সম্মান করতে শেখা উচিত।’
তিনি এদিন আরও বলেন, ‘আমার প্রথম উদ্বেগ হল বেকারত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন পঞ্জাবের দায়িত্ব আমার কাঁধে। অনুগ্রহ করে আমার উপর বিশ্বাস রাখুন, আমরা পঞ্জাবে পরিবর্তন আনব। এক মাসের মধ্যে এই বদল দেখা যাবে। মুখ্যমন্ত্রী পুরো পাঞ্জাবের জন্য কাজ করবেন... কোনও দলের জন্য নয়। প্রতিটি পঞ্জাবি এই শাসনের সুবিধা পাবে।’