অভিনেতা সোনু সুদের গাড়ি বাজেয়াপ্ত করা হল। পাশাপাশি তাঁকে আজ গোটা দিন বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পঞ্জাব নির্বাচনে মোগা আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনুর বোন মালবিকা সুদ। সোনুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মোগার একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে আটকানো হয়। তাঁর গাড়ি বাজেয়াপ্ত করা হয়। তাঁকে বাড়ি পাঠিয়ে আজকের দিনের মতো বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়।
সোনু সুদকে একদিনের জন্য ‘গৃহবন্দি’ রাখার পবিষয়ে মোগার রিটার্নিং অফিসার প্রভদীপ সিং বলেন, ‘সোনু সুদ একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। সেই সময় তাঁর গাড়ি বাজেয়াপ্ত করে তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাড়ি থেকে বের হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সোনু এই বিষয়ে বলেন, ‘আমরা জানতে পারি, বিভিন্ন বুথে বিরোধীরা, বিশেষ করে অকালি দলের লোকজনেরা ভোটারদের হুমকির দিচ্ছে। কিছু বুথে টাকা বিতরণ করা হচ্ছে। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আমাদের কর্তব্য। সেজন্য আমরা বাইরে গিয়েছিলাম। এখন আমরা বাড়িতে আছি। সুষ্ঠু নির্বাচন হতে হবে।’
এর আগে সোনুকে পঞ্জাবের ‘স্টেট আইকন’ হিসাবে বেছে নেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। এক বছরের বেশি সময় ধরে সেই দায়িত্বে ছিলেন তিনি। নির্বাচনের আগে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন সোনু। সোনু জানিয়েছিলেন, তাঁর মালবিকা সুদ পঞ্জাবের নির্বাচনে লড়াই করছেন। সেই কারণেই তিনি এই পদটি থেকে সরে দাঁড়াচ্ছেন। কোভিডের সময় থেকেই সোনু দেশের বহু মানুষের কাছে ‘হিরো’। পর্দায় যতই খলনায়কের চরিত্র করুন না কেন, সোনু যেভাবে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাতে বহু মানুষের চোখেই তিনি নায়ক হয়ে উঠেছেন। এরপর একাধিক সময় তাঁর রাজনীতিতে পদার্পণ নিয়ে জল্পনা তৈরি হলেও তিনি জানিয়েছিলেন তিনি রাজনীতিতে নামবেন না। তবে ভোটের আগে কংগ্রেস প্রার্থী বোনকে সমর্থন জানিয়েছিলেন সোনু। বোনের সঙ্গে দেখা করেছিলেন চরণজিত্ সিং চান্নি ও নভজ্যোত সিং সিধুর সঙ্গেও।