রাজস্থানের ভোটের লড়াইতে এবার নয়া মাত্রা যোগ করলেন চার আসনের লড়াই।
1/4আরিয়ান প্রকাশরাজস্থানের বিধানসভা ভোটে এবার ১১৫টি আসন দখল করেছে বিজেপি। কংগ্রেস এবার পেয়েছে মাত্র ৬৯টি আসন। তবে এবার চারটি আসনের লড়াইটা ছিল খুব গুরুত্বপূর্ণ। (ANI Photo) (PTI)
2/4দান্তা-রামগড়ওই আসনে জননায়ক জনতা পার্টির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন রীতা সিং চৌধুরী। তাঁর স্বামী বীরেন্দ্র সিং। তিনি কংগ্রেসের বিধায়ক। আর সেই বিধায়ক স্বামীর বিরুদ্ধেই ভোটে দাঁড়িয়েছিলেন স্ত্রী। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে রীতা চলে গিয়েছেন চার নম্বরে।আর জিতে গিয়েছেন স্বামী। (PTI Photo) (PTI)
3/4ঢোলপুরওই আসনে ছিল দেওর ও বৌদির লড়াই। দেওর শিবচরণ সিং খুশাওয়া ছিলেন বিজেপি প্রার্থী। আর বৌদি ছিলেন কংগ্রেস প্রার্থী। তবে জিতেছেন বৌদি শোভা রানি খুশাওয়া। মানে বৌদি কংগ্রেসে আর দেওর বিজেপিতে। সেই দেওরকে হারিয়ে দিলেন বৌদি। . (ANI Photo) (PTI)
4/4ক্ষেত্রীবিজেপির ধর্মপাল এই আসনে জিতেছেন। বিএসপি মনোজ ঘুমারিয়া ছিলেন বিএসপি প্রার্থী। তিনি পরাজিত হয়েছেন। ৯১১৪ ভোটে তিনি পরাজিত হয়েছেন। তাঁর ভাইঝি মণীষা গুজ্জরও দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন তিনি। নাগৌরপ্রাক্তন এমপি জ্যোতি মৃধা বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন।আর তিনি তাঁর কাকা হরেন্দ্র মির্ধাকে হারিয়ে দেন। হরেন্দ্র কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। (AP) (PTI)