Rajyasabha: লোকসভা ছেড়ে এবার রাজ্যসভায় সোনিয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নড্ডাও, জয় পেলেন সাগরিকা সহ বাংলার ৫ প্রার্থী
Updated: 20 Feb 2024, 09:04 PM ISTকংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সদ্যই তাঁর প্রাক্তন ল... more
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সদ্যই তাঁর প্রাক্তন লোকসভা কেন্দ্র রায়বরেলির জনতার প্রতি এক চিঠিতে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার অবনতির জন্য তিনি লোকসভা ভোটে লড়ছেন না। মঙ্গলবারই জয়পুর থেকে সোনিয়া গান্ধীকে রাজ্যসভায় মনোনীত বলে ঘোষণা করা হয়।
পরবর্তী ফটো গ্যালারি