বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Sagardighi By-Election Congress Candidate: '২০২১-এ NRC-র নামে ভোট হয়েছিল', সাগরদিঘির অঙ্ক বোঝালেন কংগ্রেসের বাইরন

Sagardighi By-Election Congress Candidate: '২০২১-এ NRC-র নামে ভোট হয়েছিল', সাগরদিঘির অঙ্ক বোঝালেন কংগ্রেসের বাইরন

বাইরন বিশ্বাস

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস দাবি করেন, ২০২১ সালে এনআরসি ইস্যুতে ভোট হয়েছিল। তবে এবার ভোট হচ্ছে তৃণমূলের দুর্নীতি ইস্যুতে। তিনি বলেন, তৃণমূলের অত্যাচার, চুরি-চামারি বুঝতে পারছে মানুষ।

তৃণমূল কংগ্রেসের তিনবারের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হওয়ায় উপনির্বাচন হচ্ছে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। ২০১১ সাল থেকে এই আসন দখলে ছিল তৃণমূলের। তবে উপনির্বাচনে তৃণমূলকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে কংগ্রেস। উপনির্বাচনে এই উলটপূরাণ লেখার ইঙ্গিত দিয়ে আপ্লুত বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তিনি দাবি করেন, ২০২১ সালে এনআরসি ইস্যুতে ভোট হয়েছিল। তবে এবার ভোট হচ্ছে তৃণমূলের দুর্নীতি ইস্যুতে। (সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলের লাইভ আপডেট)

প্রাথমিক ভাবে এগিয়ে গিয়ে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস বলেন, ‘২০২১ সালে এআরসির নামে ভোট হয়েছিল। কংগ্রেসই জয়ী হবে। জনগণ তাই বলছে। আমি ১০০ শতাংশ আশাবাদী। সাধারণ মানুষ সজাগ হয়েছে। তৃণমূলের অত্যাচার, চুরি-চামারি বুঝতে পারছে। বেকারত্ব-এইসব সমস্যা বুঝেই মানুষ এবার কংগ্রেসকে চেয়েছে। পরিবর্তন হবেই।’ কংগ্রেস প্রার্থী আরও বলেন, ‘দু'টি অঞ্চল নিয়ে ভয় ছিল। সেখানে আমরা এগিয়ে গিয়েছি। চিন্তার কোনও ব্যাপার নেই। আমরা সব জায়গাতেই এগিয়ে যাব। জনগণ জবাব দিয়েছেন। আমরা জিতলে কারও সঙ্গে আঁতাঁত করব না।’

উল্লেখ্য, ২০২১ সালে এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী মাফুজা খাতুন। তবে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে বিজেপি এবার হিন্দু প্রার্থী দেওয়ায় 'আঁতাত' তত্ত্ব তুলেছে তৃণমূল। ভোটের দিন বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর করমর্দন নিয়ে টুইট করে 'আঁতাত' তত্ত্ব নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য, বিগত এক দশক ধরে তৃণমূলের শক্তঘাটি বলে পরিচিত সাগরদিঘিতে টানা তিনবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা। ২০১১ সালে মুর্শিদাবাদে তিনিই হয়েছিলেন প্রথম তৃণমূল বিধায়ক। তারপর দু'বার বিধানসভা নির্বাচনে জেতেন প্রয়াত সুব্রত সাহা। ২০২১-এর নির্বাচনে তিনি বিজেপি প্রার্থীকে প্রায় ৫০হাজার ভোটে হারিয়েছিলেন। তবে এবার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে শক্ত লড়াইয়ের পিছনে ফেলে দিচ্ছেন কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি আসনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী পয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। তাঁর ঝুলিতে গিয়েছিল ৯৫ হাজার ১৮৯ ভোট। এই আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। বিজেপি প্রার্থী মাফুজা খাতুন পেয়েছিলেন ২৪ শতাংশ বা ৪৪ হাজার ৯৮৩টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হাসানউজ্জামান তৃতীয় স্থানে ছিলেন। তিনি পেয়েছিলেন ১৯.৪৫ শতাংশ ভোট। এই আসনে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-ও প্রার্থী দিয়েছিল। তবে তেলাঙ্গানার দলটির ঝুলিতে ২ শতাংশ ভোটও যায়নি। এবার অবশ্য বিজেপির প্রার্থী বাছাইয়ের কারণেই অঙ্ক পুরো বদলে গিয়েছে।

বন্ধ করুন