এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। এবার তার পুত্র তথা প্রাক্তন মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বিজেপিকে কার্যত নালায়ক বলে উল্লেখ করে বিতর্ক জড়ালেন। তিনি কর্নাটকের প্রাক্তন মন্ত্রী।
এদিন প্রিয়াঙ্ক বলেন, যখন আপনি( প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) গুলবার্গে আসবেন তখন বানজারা সম্প্রদায়কে আপনি কী বলবেন? আপনারা কেউ ভয় পাবেন না। বানজারাদের এক ছেলে দিল্লিতে বসে রয়েছেন। মোদীর বক্তব্যকে তুলে ধরে একথা বলেন প্রিয়াঙ্ক। কিন্তু এমন অযোগ্য ছেলে যদি দিল্লিতে গিয়ে বসে থাকেন তবে পরিবারের কী হবে? বলেন প্রিয়াঙ্ক।
এখানেই থেমে থাকেননি তিনি। তিনি বলেন, আমরা যেটা বলতে চাইছি যে তিনি বলছেন যে তিনি বানজারা পরিবারের সন্তান। আর এভাবে সংরক্ষণ নিয়ে গোটা বিষয়টিকে তিনি গুলিতে দিতে চাইছেন। তিনি কি এভাবে বানজারাদের প্রতি অবিচার করছেন না? ইয়েদুরায়াপ্পার বাড়িতে কেন পাথর ছোঁড়া হল? কালাবুরাগি ও জেওয়ারগিতে কেন বনধ পালন করা হল? আসলে আজ সংরক্ষণ নিয়েও পুরো বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছে।
এদিকে কোলিদের, কাব্বালিগা ও কুরুবাদের সন্তান বলে নিজেকে দাবি করেছিলেন মোদী এমনটাই দাবি প্রিয়াঙ্কের। এনিয়েও তিনি একহাত নেন। আর এখন তিনি বলছেন বানজারাদের সন্তান। এদিকে এনিয়ে তীব্র কটাক্ষ করেন প্রিয়াঙ্ক।
তবে প্রিয়াঙ্কের এই বক্তব্যকে ঘিরে শোরগোল পড়েছে ভোটমুখী কর্নাটকে। কর্নাটক বিজেপি ইতিমধ্যেই প্রিয়াঙ্কের এই বক্তব্যের বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানিয়েছেন।
বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এনিয়ে প্রিয়াঙ্কের ভিডিয়ো শেয়ার করেছেন। তিনি লিখেছেন, নিজের আসনকে বাঁচানোর চেষ্টা করুন। তার থেকে ওপরে গিয়ে আঘাত করার চেষ্টা করবেন না।
মালব্য লিখেছেন, মল্লিকার্জুন খাড়গের পুত্র না হলে প্রিয়াঙ্ক কী করতেন? যারা বাবার নাম নিয়ে বড় হয়েছেন তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর নাম নিয়ে কটাক্ষ করা ঠিক নয়। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন। তাঁকে বলা হচ্ছে নালায়ক। প্রধানমন্ত্রীর কথার সঙ্গে তিনি একমত না হতে পারেন, তাঁকে সমালোচনা করুন। কিন্তু তার নাম ধরে নানা কথা বলা ঠিক নয়।
এদিকে মল্লিকার্জুন অবশ্য় ছেলের পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, নানা প্রিয়াঙ্ক একথা বলেননি। কখনও তিনি এটা বলেননি। তার মুখে কথা বসাবেন না। সে তার সাংসদকে আক্রমণ করেছেন। কখনও তিনি মোদীকে বলেননি। মোদীর নাম করে এভাবে তার মুখে কথা বসাবেন না।