বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Sonia Gandhi in Karnataka: ৩ বছরের 'অঘোষিত অবসর' ভেঙে জনসভা সোনিয়ার, কর্ণাটকের স্লগ ওভারে আক্রমণ BJP-কে

Sonia Gandhi in Karnataka: ৩ বছরের 'অঘোষিত অবসর' ভেঙে জনসভা সোনিয়ার, কর্ণাটকের স্লগ ওভারে আক্রমণ BJP-কে

সোনিয়া গান্ধী  (HT_PRINT)

শেষবার তিনি জনসভায় বক্তৃতা রেখেছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। দিল্লির রামলীলা ময়দানে। এর দীর্ঘ তিনবছর পর নিজের অঘোষিত অবসর ভেঙে কর্ণাটকের হুবলিতে জনসভা করলেন সোনিয়া। এদিনের জনসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানান কংগ্রেসের 

বয়স হয়েছে। কর্ণাটকের নির্বাচনী প্রচারে যখন উত্তাপ বেড়েছে, তখন তাঁকে দেখা যায়নি ময়দানে। এই তাঁকে আবার 'বিষকন্যা' আখ্যা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন বিজেপি বিধায়ক। তিনি সোনিয়া গান্ধী। কংগ্রেসের সভাপতি পদে কাটিয়েছেন দুই দশক। এহেন সোনিয়ায় প্রচারের শেষ লগ্নে ময়দানে নামলেন কর্ণাটকে। এবং নেমেই বিজেপিকে 'অলআউট' আক্রমণ শানালেন তিনি। অভিযোগ করলেন, বিজেপি মানুষের মধ্যে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন, কর্ণাটকে উন্নয়ন আনতে ব্যর্থ হবে বিজেপি।

এদিকে বিগত তিনবছর ধরে কোনও জনসভায় দেখা যায়নি সোনিয়া গান্ধীকে। দলের বৈঠকে মোটামুটি সক্রিয় থাকলেও জনসমক্ষে বক্তৃতা দিতে তাঁকে আর শোনা যাচ্ছিল না। মাঝে অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালেও দিন কেটেছে তাঁর। শেষবার তিনি জনসভায় বক্তৃতা রেখেছিলেন ২০১৯ সালের ডিসেম্বরে। দিল্লির রামলীলা ময়দানে। এর দীর্ঘ তিনবছর পর নিজের অঘোষিত অবসর ভেঙে কর্ণাটকের হুবলিতে জনসভা করলেন সোনিয়া। এদিনের জনসভা থেকে 'ভারত জোড়ো যাত্রা'র উল্লেখ করতে শোনা যায় সোনিয়াকে। নিজের ছেলের এই পদযাত্রা নিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বলতে শোনা যায়, 'ভারত জোড়ো যাত্রা সেই সব মানুষদের বিরুদ্ধে ছিল যারা বিদ্বেষ ছড়ায়। এই ধরনের মানুষ কোনও ভাবেই কর্ণাটকে উন্নয়ন আনতে পারবে না।'

সোনিয়া গান্ধী অভিযোগ করেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যে বাসবরাজ বোম্মাই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তাই তারা সাধারণ মানুষের প্রশ্নের জবাবও দেয় না। তিনি বলেন, 'বিজেপি ভাবে যে গণতন্ত্র তাদের পকেটে। গণতন্ত্র কি এভাবে কাজ করে নাকি?' সোনিয়া আরও বলেন, 'এই লুট, মিথ্যা এবং বিদ্বেষমূলক বিজেপি সরকারকে না সরালে কর্ণাটক এগোতে পারবে না, দেশ এগোতে পারবে না। এই মানুষরা খুলে আম হুমকি দেয় যে বিজেপি যদি এই রাজ্যে না জেতে, তাহলে এখানকার মানুষদের বঞ্চিত করা হবে। আমি তাদের বলতে চাই, কর্ণাটকের মানুষ এত ভীতু বা লোভী নয়।' এদিকে সোনিয়া গান্ধী কর্ণাটকে এই প্রথম পা রাখলেও তাঁর দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কা বারংবার রাজ্যে পা রেখেছেন। রাহুল গান্ধী এই রাজ্যে মোট ১৭টি জনসভা বা মিছিল করেছেন। এদিকে প্রিয়াঙ্কা তার থেকেও বেশি সংখ্যকবার কর্ণাটকে সভা করেছেন - ১৯। আগামী ১০ মে এই রাজ্যের ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ১৩ মে।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘ভয়ংকর সুন্দর’, সাদা সিংহের সঙ্গে মহিলার ভালোবাসার ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা ২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার সেপ্টেম্বরের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.