বাংলা নিউজ > ভোটযুদ্ধ > রাত পোহালেই গোয়ায় ভোট, তৃণমূল কি দাগ কাটতে পারবে?

রাত পোহালেই গোয়ায় ভোট, তৃণমূল কি দাগ কাটতে পারবে?

গোয়ায় বুথের পথে রওনা হচ্ছেন ভোটকর্মীরা (PTI Photo) (PTI)

ফের ক্ষমতায় ফিরতে মরিয়া গেরুয়া শিবির। অন্য়দিকে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে গাটছড়া বেঁধে ক্ষমতা ফিরে পেতে চাইছে কংগ্রেস।

৪০ আসনের গোয়া বিধানসভা কেন্দ্র। ভোটারের সংখ্যা ১১.৬৪ লাখ। ৩০১জন প্রার্থীর ভাগ্য নির্ধারন হবে কাল। ১২টি রাজনৈতিক দলের প্রার্থীরা ও নির্দল প্রার্থীরা ভোট লড়ছেন। তবে এবার কংগ্রেস, বিজেপি, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির পাশাপাশি এবার তৃণমূলও লড়তে নেমেছে গোয়ায়। ২০১২ সালে তৃণমূল বিশেষ দাগ কাটতে পারেনি গোয়ায়। তবে এবার তৃণমূল কতটা পারবে সেদিকে নজর রয়েছে অনেকের। আম আদমি পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টিও এবার লড়ছে ভোটে। 

এদিকে ফের ক্ষমতায় ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। অন্য়দিকে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে গাটছড়া বেঁধে ক্ষমতা ফিরে পেতে চাইছে কংগ্রেস। এদিকে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাত ধরে গোয়ার রাজনীতিতে প্রবেশ করেছে তৃণমূল। বাংলায় শিখর সমান জয়ের পরে বিজেপিকে পরাস্ত করে গোয়ামুখী হয়েছে তৃণমূল। তৃণমূলের তাবড় নেতারা গোয়ায় এসে মাটি কামড়ে প্রচার করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূল কতটা সুবিধা করতে পারবে তা জানতে ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

এদিকে ইস্তেহারে এবার ঢালাও প্রতিশ্রুতি দিয়েছে সব রাজনৈতিক দলই। তবে গোয়ার বাসিন্দারা চাইছেন গোয়ার মাইনিং ইন্ডাস্ট্রি যাতে আবার শুরু হয়। বেকার সমস্যা যাতে মেটে। তবে মনোহর পরিক্করের মৃত্যুর পরে গোয়ায় সাময়িকভাবে কিছুটা দিশেহারা অবস্থার মধ্যে পড়েছিল বিজেপি। তবে সেই অবস্থা কাটিয়ে উঠে ভোট বাজারে সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে বিজেপি। 

নির্বাচন দফতর সূত্রে খবর এবার ৪১জন যৌনকর্মী, ৯জন রূপান্তরকামী ভোটার তালিকায় নাম তুলেছেন। ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য় সবরকম উদ্যোগ নিয়েছে কমিশন।   

 

বন্ধ করুন