বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Himachal Pradesh New CM: হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর? প্রায় চূড়ান্ত নাম, বিক্ষোভ প্রতিভার অনুগামীদের

Himachal Pradesh New CM: হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর? প্রায় চূড়ান্ত নাম, বিক্ষোভ প্রতিভার অনুগামীদের

সুখবিন্দর সিং সুখু। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

Himachal Pradesh New CM: কংগ্রেসের অন্দরের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং সুখুর নামে সবুজ সংকেত দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। যদিও সেই খবর সামনে আসার পর বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিভা সিংয়ের অনুগামীরা।

হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুখবিন্দর সিং সুখু? তেমনই ইঙ্গিত মিলেছে। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নামে সবুজ সংকেত দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড।  যদিও সেই খবর সামনে আসার পর বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিভা সিংয়ের অনুগামীরা।

কংগ্রেসের অন্দরের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সন্ধ্যায় শিমলায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। তারপর রবিবার শপথগ্রহণ করতে পারেন নয়া মুখ্যমন্ত্রী। যে দৌড়ে প্রায় জিতেই গিয়েছেন সুখবিন্দর। শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাকি নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Himachal Pradesh new CM: চলছে লবিবাজি, হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন? বাছবে কংগ্রেসের হাইকমান্ড

যদিও সেই বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন সুখবিন্দর। নাদৌনের কংগ্রেস বিধায়ককে উদ্ধৃত করে এএনআই বলেছে, 'হাইকমান্ডদের এরকম কোনও সিদ্ধান্তের বিষয়ে আমি কিছু জানি না। আমি কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে যাচ্ছি। যা বিকেল ৫ টা থেকে হবে।' হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসের অন্দরের খবর যে পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: Why BJP lost Himachal Pradesh Elections: নিজেরাই নিজেদের 'শত্রু', ‘ফেল’ ব্র্যান্ড মোদী - কোন কোন কারণে হিমাচলে হারল BJP?

বিক্ষোভ প্রতিভার অনুগামীদের

হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দরের নাম প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পরই কংগ্রেসের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রতিভার অনুগামীরা বিক্ষোভে নেমেছেন। এএনআইয়ের টুইট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, শিমলার প্রতিভার সমর্থনে স্লোগান তুলছেন অনেকে। যাঁরা নিজেদের প্রতিভার অনুগামী বলে দাবি করেছেন।

শুক্রবারও একইরকম ঘটনা ঘটেছিল। হিমাচলে কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেশ বাঘেলের (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী) গাড়ি শিমলায় আটকে দিয়েছিলেন একদল লোক। যাঁরা প্রতিভার সমর্থক বলে নিজেদের দাবি করেছিলেন। যদিও প্রতিভা এবং অন্য কংগ্রেস নেতারা দাবি করেছিলেন, দলের মধ্যে কোনও বিভেদ নেই।

বন্ধ করুন