সনৎ দে। নৈহাটি উপনির্বাচনে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। আগামী ১৩ নভেম্বর সেখানে ভোট। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। কিন্তু তিনি সাংসদ হয়ে যাওয়ার জেরে এই কেন্দ্রে ফের ভোট। আর এবার সেই কেন্দ্রে প্রার্থী হয়েছেন সনৎ দে। বর্তমানে তিনি নৈহাটি শহর তৃণমূলের সভাপতি। এদিকে এবার সেই সনৎ দের পক্ষে ব্যাট ধরেছেন একাধিক ক্লাব কর্ণধার। আর তারপরই এনিয়ে তীব্র আপত্তির কথা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, একেবারে অনৈতিকভাবে মোহন বাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা তৃণমূল প্রার্থী সনৎ দে র পক্ষে প্রচার করছেন। নৈহাটিতে উপনির্বাচনের আগে এটা করা হচ্ছে। সবথেকে আশ্চর্যের হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুটবলের গভর্নিং বডি ইন্ডিয়ান ফুটবল অ্য়াসোসিয়েশনের সম্পাদক অনির্বান দত্ত একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভোটের আগে সনৎ দেকে জেতানোর জন্য আবেদন করা হয়েছে।
আমার মনে হয় স্পোর্টিং ক্লাব ও গভর্নিং বডির উল্লেখযোগ্য পদে থাকার সুবাদে প্রার্থীকে জেতানোর জন্য আবেদন করা এটা একেবারেই খেলোয়াড় সুলভ নয়। এটা নির্বাচনী আচরণবিধির বিরুদ্ধে যেতে পারে।
আমি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে এনিয়ে চিঠি দিয়েছি। তাঁকে অনুরোধ করেছি গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন, একটা তদন্তের ব্যবস্থা করুন,আচরণবিধি ভঙ্গ করার বিরুদ্ধে পদক্ষেপ নিন। লিখেছেন শুভেন্দু।
তবে এবার তার পালটা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, যখন ক্লাবের লোকজন জার্সি পরে উই ওয়ান্ট জাস্টিস চাইছিলেন তখন মনে পড়েনি! এখন এসব কথা বলছেন।
কুণাল লিখেছেন, 'ক্লাবের জার্সি পরিয়ে সমর্থকদের একাংশের নাম করে we want justice থেকে we want chair এ রূপান্তরিত পরিকল্পিত শ্লোগান দিলে সেটা বিপ্লব;
আর নৈহাটির দক্ষ ক্রীড়াসংগঠক, যিনি ওই এলাকায় উচ্চমানের ফুটবল টেনে নিয়ে যাচ্ছেন, তিনি ভোটে প্রার্থী, তিন প্রধান ও আই এফ এ কর্তারা তাঁর প্রশংসা বা সমর্থন করলে সেটা রাজনীতি!!!
মিডিয়ার অপূর্ব বিশ্লেষণ।
সেদিন জার্সি পরিয়ে সরকারবিরোধী রাজনীতির সময় মনে ছিল না?
ন্যায়বিচার সবাই চাই। কিন্তু বিরোধীরা ক্লাবগুলোর জার্সির অপব্যবহার করেছিল।
আজ কর্তারা নিজেদের মতামত দিয়ে সনৎ দের মত সংগঠকের প্রশংসা করলে বুক ফাটছে?'
এদিকে ইতিমধ্য়েই জোরকদমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। নৈহাটি আসন থেকে ফের জেতার জন্য় মরিয়া তৃণমূল। তার মধ্য়েই একাধিক ক্লাবের কর্তারা নেমে পড়েছেন ময়দানে। তারা কার্যত তৃণমূল প্রার্থীকে জেতানোর জন্য় আবেদন করতে শুরু করেছেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই আবেদন। একের পর এক আবেদন করা হচ্ছে সোশ্য়াল মিডিয়ায়। একাধিক ক্লাবের কর্তারা এনিয়ে বিশেষ আবেদন করছেন সোশ্য়াল মিডিয়ায়। সেই সঙ্গেই ভোটারদের প্রভাবিত করতে রীতিমতো আবেদন করছেন ক্লাব কর্তারা। তবে তৃণমূলের দাবি এলাকায় খেলার পরিকাঠামো যাতে উন্নত করা হয় সেকারণেই ক্লাব কর্তারা আবেদন করছেন।এলাকার স্টেডিয়ামেরও উন্নতি হবে তৃণমূল প্রার্থী জিতলে। সেকারণেই তাঁকে জেতানোর আবেদন করা হয়েছে।