গোয়া নিয়ে একেবারে লেজেগোবরে অবস্থা তৃণমূলের। একের পর এক খারাপ খবর আসছে গোয়া থেকে। এবার গোয়ার মার্গাও কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মহেশ এস আমোনকার। আর ভোটের ফলাফল ঘোষণার পরেই তৃণমূল দল থেকে ইস্তফা দিলেন মহেশ। এনিয়ে গোয়া তৃণমূলের সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর সেই চিঠিতে একেবারে সাফ জানিয়ে দিলেন তাঁর ইস্তফা দেওয়ার কারন। তিনি শুধু দলের সমস্ত পদ থেকে নয়, পার্টির সাধারণ সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি।
কিন্তু কেন দল ছাড়লেন তিনি? মহেশ চিঠিতে লিখেছেন, আমাকে ঠিকঠাক সমর্থন করেনি ও অবহেলা করেছে তৃণমূল। প্রশান্ত কিশোরের আই প্যাক টিমকেও দুষেছেন তিনি। নির্বাচনের সময় আই প্যাকেরও সমর্থনের অভাব ছিল বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন। এসব লিখে তিনি তৃণমূল ত্যাগ করেছেন। তাঁর অভিযোগ, কার্যত দল পাশে ছিল না। আর তাঁর তৃণমূল ত্যাগকে ঘিরে নিঃসন্দেহে আরও অস্বস্তি বাড়ল তৃণমূলের। তবে প্রশ্ন উঠছে এবার বাংলা থেকে দলে দলে তৃণমূল নেতৃত্ব গোয়াতে ঘাঁটি গেড়েছিলেন। তাঁরা গোয়ায় গিয়ে কী করেছেন?
এদিকে এবার গোয়া বিধানসভা ভোটে একেবারে খালি হাতে ফিরতে হয়েছে তৃণমূলকে। একটি আসনও পায়নি তৃণমূল। এর সঙ্গেই ভোটে দুটি আসন পাওয়ার পরেও জোটসঙ্গী এমজিপি তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরার জন্য পরিকল্পনা নিয়েছে। সব মিলিয়ে একের পর এক ধাক্কা তৃণমূলের কাছে।