আসালনোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে বিজেপি সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সম্পতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায় বিধায়ক বলছেন, ‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদের টলানো যাবে না৷ তাঁদের চমকাতে হবে৷’ বিজেপি সমর্থকদের ভয় দেখিয়ে ভোটদান কেন্দ্রে যেতে বাধা দেওয়ার পরামর্শ দিতে দেখা যায় উক্ত ভিডিয়োতে। যদিও তৃণমূল বিধায়কের ভাইরাল হুমকি ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
অভিযোগ, আসানসোল লোকসভা উপনির্বাচন উপলক্ষে কর্মিসভা চলাকালীন তৃণমূল কর্মীদের উদ্দেশে নরেন্দ্রনাথ ‘পরামর্শ’ দেন, ‘বিজেপি সমর্থকদের বলবেন আপনি যদি ভোট দিতে যান, তাহলে আমরা ধরে নেব আপনি বিজেপিকে ভোট দেবেন৷ ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক৷ আর যদি ভোট দিতে না যান, তাহলে আমরা ধরে নেব আপনি আমাদের সমর্থন করছেন৷ আপনি চাকরি করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন৷ আমরা আপনার সঙ্গে আছি৷’
উল্লেখ্য, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রিত্ব খোয়ানোর কয়েকদিন পরই ফুল বদল করে তৃণমূলে যোগ দেন। দল ত্যাগের আগে তিনি লোকসভা স্পিকারের কাছে পদত্যাগ করেছিলেন। এরপর আসানসোল লোকসভা কেন্দ্রটি ফাঁকা হয়। বাবুল এখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন। এদিকে বাবুলের ছেড়ে আসা আসন থেকে তৃণমূল প্রার্থী করেছে একদা বিজেপি সাংসদ শত্রুঘঅন সিনহাকে। বিজেপির তরফে আসানসোলে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল।