Tripura Assembly Election 2023: ত্রিপুরার ভোটে ত্রিমুখী লড়াইয়ে চমক কি আনতে পারে প্রদ্যোতের পার্টি? কিছু অঙ্ক একনজরে
Updated: 13 Feb 2023, 07:49 PM ISTত্রিপুরার রাজনৈতিক গণিতের মাঝে তিপরা মোথা পার্টি কাড়ছে নজর। ইতিমধ্যেই প্রদ্যোৎ দেববর্মার এই পার্টি ২০২১ সালে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিলের বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে। বহু বিজেপি ও আইপিএফটি নেতাই প্রদ্যোতের পার্টিতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ত্রিপুরার ত্রিমুখী লড়াইতে বারবার নজর কাড়ছেন রাজপুত্র প্রদ্যোৎ দেববর্মা।
পরবর্তী ফটো গ্যালারি