বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura Assembly Election 2023: ত্রিপুরার ভোটে ত্রিমুখী লড়াইয়ে চমক কি আনতে পারে প্রদ্যোতের পার্টি? কিছু অঙ্ক একনজরে

Tripura Assembly Election 2023: ত্রিপুরার ভোটে ত্রিমুখী লড়াইয়ে চমক কি আনতে পারে প্রদ্যোতের পার্টি? কিছু অঙ্ক একনজরে

ত্রিপুরার রাজনৈতিক গণিতের মাঝে তিপরা মোথা পার্টি কাড়ছে নজর। ইতিমধ্যেই প্রদ্যোৎ দেববর্মার এই পার্টি ২০২১ সালে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিলের বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে। বহু বিজেপি ও আইপিএফটি নেতাই প্রদ্যোতের পার্টিতে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ত্রিপুরার ত্রিমুখী লড়াইতে বারবার নজর কাড়ছেন রাজপুত্র প্রদ্যোৎ দেববর্মা।