বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura Election: ত্রিপুরায় প্রচারে ঝড় নাড্ডার, আদিবাসীদের মন ভেজাতে তৎপর BJP

Tripura Election: ত্রিপুরায় প্রচারে ঝড় নাড্ডার, আদিবাসীদের মন ভেজাতে তৎপর BJP

কর্মীর বাড়িতে দুপুরের খাবার খান জেপি নাড্ডা। এএনআই

বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, আদিবাসী সমাজের কাছে আজ গর্বের বিষয় যে আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। ৭০ বছর ধরে আদিবাসীদের কথা কেউ ভাবেননি।

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে একেবারে মাটি কামড়ে লড়াই করতে নেমেছেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার ত্রিপুরার বিজয় সঙ্কল্প সভায় বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নানাভাবে দলের নেতা কর্মীদের তিনি নতুন করে লড়াইতে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে উৎসাহিত করেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন তিনি জানিয়েছেন,আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে নতুন আশা ভরসাকে সঙ্গী করে আজ এক নতুন ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিপুরার প্রতি বাড়তি নজর রয়েছে। বিজেপির শাসনে ত্রিপুরা ক্রমশ এগোচ্ছে।

এর সঙ্গেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, আদিবাসী সমাজের কাছে আজ গর্বের বিষয় যে আমাদের রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু। ৭০ বছর ধরে আদিবাসীদের কথা কেউ ভাবেননি। আমি খুশি যে ৮জন কেন্দ্রীয় মন্ত্রী ট্রাইবাল। আমাদের মুখ্যমন্ত্রীও ট্রাইবাল। আদিবাসী সমাজের জন্য বাজেট বরাদ্দও প্রায় ৪ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

এদিন ত্রিপুরার গোমতীতে একটি দলীয় কর্মীর বাড়িতে দুপুরের খাবার খান বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে ত্রিপুরার মুখ্য়মন্ত্রীও ছিলেন। একেবারে কলাপাতায় তাঁকে খাবার পরিবেশন করা হয়। অতি সাধারণ বাড়িতে এদিন তিনি দুপুরের খাবার খান। পাশাপাশি তিনি স্থানীয় নেতা কর্মীদের সঙ্গেও আলাপ আলোচনা করেন। ত্রিপুরার ভোট যুদ্ধের রণকৌশল নিয়ে তাঁদের মধ্য়ে আলোচনা হয়েছে বলে খবর।

দল সূত্রে খবর, গোটা রাজ্য জুড়ে অন্তত ৩৫টি এই ধরনের সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। সেখানে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই সভাতে উপস্থিত থাকতে পারেন বলে খবর।

এদিকে সামনের সপ্তাহে বিজেপি ত্রিপুরার জন্য় তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে।আগামী ১৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচন। এবার কার্যত অগ্নিপরীক্ষা গেরুয়া শিবিরের। প্রসঙ্গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় জয় পেয়েছিল বিজেপি। বাম জমানার জায়গায় একেবারে বিপরীত মেরুতে থাকা বিজেপির হাতে উঠে এসেছিল শাসকের দন্ড। এরপর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন বিপ্লব দেব। কিন্তু ২০২২ সালের মে মাসে বিপ্লব দেবকে সরিয়ে সেই জায়গায় আনা হয় মানিক সাহাকে। এরপর গত কয়েক মাসে সিপিএমের পাশাপাশি তৃণমূলও এলাকায় সংগঠন বৃদ্ধি করতে উদ্যোগী নিয়েছে। এলাকায় তৃণমূলের তরফে একঝাঁক তারকা প্রচার শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আগেই প্রচারে ঝড় তুলে দিলেন জেপি নাড্ডা।

 

ভোটযুদ্ধ খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.