বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura Election Violence: সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরার বহু জায়গায়, বামেদের মারধরের অভিযোগ, হাসপাতালে ১

Tripura Election Violence: সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরার বহু জায়গায়, বামেদের মারধরের অভিযোগ, হাসপাতালে ১

ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরার বহু জায়গায় (PTI)

ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি ত্রিপুরার বহু জায়গায়। বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা আম নাগরিকদের ভোট দিতে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

সকাল থেকে ত্রিপুরায় বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ভালো হারেই ভোটদান চলছে। বিভিন্ন বুথে বুথে লম্বা লাইন দেখা গিয়েছে। বুথে বৃদ্ধ ভোটারদের সাহায্য করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৩.২৩ শতাংশ ভোট পড়েছে ত্রিপুরার সব আসনে। এই সবের মাঝেই বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা। অভিযোগের আঙুল বিজেপির দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। (ত্রিপুরা নির্বাচনের লাইভ আপডেট)

ত্রিপুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি ভোটারদের আটকাচ্ছে বলে পথ অবরোধ করে প্রতিবাদ দেখানো হয়। পরে অবশ্য নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর জওয়ান ও পুলিশকর্মীরা এসে বিক্ষোব্ধ ভোটারদের বুথে নিয়ে যান। ধনপুরের পর পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকাতেয় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে শান্তিবাজারেও অশান্তির অভিযোগ উঠল। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে গেরুয়া শিবিরের কর্মীদরে বিরুদ্ধে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব হয়েছে বামেরা। অভিযোগ, সেই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিআই কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। উল্লেখ্য, শান্তিরবাজার নিয়ে গতকালই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা। ত্রিপুরায় বিরোধীদের দাবি, বিজেপি কর্মীরা আম নাগরিকদের ভোট দিতে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তবে শান্তিবাজারে সিপিআই কর্মীকে মারধরের ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল। এক জখম বাম কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভোটযুদ্ধ খবর

Latest News

নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.