ত্রিপুরায় জমে উঠেছে প্রচার। এবার ত্রিপুরার মাটি থেকে ফের বাম কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।তিনি জানিয়েছেন, ত্রিপুরায় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সিপিএম প্রমাণ করে দিয়েছে যে তারা এবার ভোটে হারছে। আসলে তারা এককভাবে বিজেপির সঙ্গে পেরে উঠছে না। সেকারণেই তারা জোট বাঁধছে।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, কংগ্রেসের লজ্জা হওয়া দরকার। তারা সিপিএমের সঙ্গে জোট বেঁধেছে। আর এই সিপিএমই একদিন তাদের কর্মী সমর্খকদের হত্যা করেছিল। তিপ্রা মোথার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
তবে এখানেই থেমে থাকেননি অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস ও সিপিএম ত্রিপুরার উন্নতির জন্য কিছু করেনি। বিজেপির শাসনকালেই ত্রিপুরার যাবতীয় উন্নতি হয়েছে। আমরা সকলের উন্নতির জন্য কাজ করি। কংগ্রেস ও সিপিএম আদিবাসীদের উন্নতির জন্য কিছু করেনি। এখন তারাই আবার আদিবাসীদের কাছ থেকে ভোট চাইতে আসছে। তারা আবার আদিবাসী মুখকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছে। তবে এনিয়ে এর আগেও মুখ খুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ।
সম্প্রতি ত্রিপুরায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাম-কংগ্রেসকে নিশানা করে তির ছুঁড়েছিলেন। তবে পারতপক্ষে তাঁরা কেউই তৃণমূলের নাম মুখে নিচ্ছেন না। এনিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।
এর আগে অমিত শাহ সভা করেও ত্রিপুরা থেকে বাম কংগ্রেসকে একহাত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, সিপিএম ও কংগ্রেসের মধ্যে বোঝাপড়া রয়েছে। তিপরা মোথার সঙ্গেও তাদের গোপন বোঝাপড়া রয়েছে। সেকারণে আপনারা যদি তিপরা মোথা পার্টির পক্ষে ভোট দেন তবে সেটা কমিউনিস্টদের কাছে চলে যাবে। যদি আপনারা কংগ্রেসকে ভোট দেন তবে সেটাও কমিউনিস্টদের কাছে চলে যাবে। তার মানে যদি আপানারা ওদের মধ্যে কাউকে ভোট দেন তবে সেটাও চলে যাবে কমিউনিস্টদের কাছে। এর জেরে তারা সরকার গড়ার সুযোগ পাবে। যদি আপনারা যদি বিজেপিকে ফের চান তবে পদ্ম চিহ্নে ভোট দিন।উত্তরপূর্বের আরও উন্নতির জন্য তিনি বাসিন্দাদের কাছে আবেদন করেছিলেন যে বিজেপিকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।
অন্যদিকে তিনি জানিয়েছিলেন, আপনারা কমিউনিস্ট জমানা দেখেছেন।আমরা কথা দিচ্ছি পরিবর্তন আনব। উত্তরপূর্বে উন্নত রাজ্য হিসাবে আমরা গড়ে তুলব ত্রিপুরাকে। এবার ফের সভা করে বাম কংগ্রেসকে আক্রমণ করলেন শাহ।