বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura: বিজেপির সঙ্গে কথা বলতে রাজি,তবে…হিমন্তের প্রস্তাব গ্রহণ করল তিপ্রা মোথা

Tripura: বিজেপির সঙ্গে কথা বলতে রাজি,তবে…হিমন্তের প্রস্তাব গ্রহণ করল তিপ্রা মোথা

তিপ্রা মোথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মন।( Pradyot Manikya / Twitter) (HT_PRINT)

ত্রিপুরায় ভোটের ফলাফল বের হওয়ার পরে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত শর্মা তিপ্রা মোথার প্রসঙ্গে মুখ খুলেছিলেন।

এবার ত্রিপুরার নির্বাচনে ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে নতুন করে যে শক্তি উঠে এসেছে তার নাম অবশ্য়ই তিপ্রা মোথা। বাম কংগ্রেসকেও টপকে গিয়েছে তিপ্রা মোথা। এবার সেই দলের তরফে জানিয়ে দেওয়া হল রাজ্য়ের সাংবিধানিক সমস্য়া মেটাতে তারা বিজেপির সঙ্গে কথা বলতে রাজি। এদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিমধ্যেই রাজপরিবারের উত্তরসূরী প্রদ্যোত মাণিক্য দেববর্মনের সঙ্গে কথা বলার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। আর প্রদ্যোত মাণিক্য দেববর্মনই তিপ্রা মোথা পার্টির প্রধান। তিনি এবার বিজেপির সঙ্গে আলোচনার ব্যাপারে নিজের সম্মতির কথা জানালেন। 

দেববর্মন জানিয়েছেন, আমি অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি। তাঁরা আমাদের সঙ্গে কথা বলার ব্যাপারে তৈরি রয়েছেন। যদি তাঁরা উপযুক্ত মর্যাদা দিয়ে আমাদের আলোচনায় আহ্বান করেন তবে আমরাও তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ত্রিপুরার সাংবিধানিক সমাধানের জন্য়ই আমরা তাঁদের সঙ্গে কথা বলতে রাজি। 

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, আমরা ত্রিপুরার ভূমিপুত্র। যদি আপনারা ভাবেন আমাদের অধিকারকে অবজ্ঞা করে ত্রিপুরা শাসন করবেন তবে আপনারাই সমস্যার মধ্যে পড়বেন। ত্রিপুরার আদি মানুষদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তিপ্রা মোথা তৈরি হয়েছে। 

প্রদ্যোত মাণিক্য দেববর্মন সাফ জানিয়েছেন, ত্রিপুরার মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা কারোর সঙ্গে আপোস করে সেই মানুষদের পাশ থেকে সরে আসব না। 

তিনি বলেন, আমাদের সাংবিধানিক অধিকারের দাবি আদায়ের জন্য আমরা লড়াই করছি। আমরাই ভূমিপুত্র। তারা যদি ত্রিপুরার সাংবিধানিক সমস্যার সমাধান করার ব্যাপারে লিখিত সম্মতি দেন তবে আমরাও তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি। ত্রিপুরার মানুষ আমাদের ভোট দিয়েছেন। শুধু পদের জন্য আমরা তাদের অধিকারকে অবজ্ঞা করতে পারি না।

এদিকে ত্রিপুরায় ভোটের ফলাফল বের হওয়ার পরে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত শর্মা তিপ্রা মোথার প্রসঙ্গে মুখ খুলেছিলেন। এদিকে অসমের মুখ্য়মন্ত্রী নিজে উত্তরপূর্বে দলের দায়িত্বে রয়েছেন। তিনি জানিয়েছিলেন, তিপ্রা মোথার যে দাবি রয়েছে তা নিয়ে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরার নতুন সরকারের আলোচনা করা দরকার। 

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, বিজেপি ও তিপ্রা মোথার মধ্য়ে আলোচনা হতে পারে। কিন্তু সেটা সংবিধানের গন্ডীর মধ্যে থেকে। কখনই সংবিধানের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে আলাদা ত্রিপুরা রাজ্যের দাবিতে নয়। প্রসঙ্গত ত্রিপুরা বিধানসভা আসনের ৬০ আসনের মধ্যে এবার ১৩টি আসন পেয়েছে তিপ্রা মোথা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

বাবা সিদ্দিকিকে ছোড়া গুলি এসে লাগল ২২ বছরের যুবকের পায়ে, তারপর...? ধর্ষণের ঘটনায় নাম জড়ালো এমবাপের! PSGর থেকে বকেয়া চাওয়ার ‘শাস্তি’...দাবি তারকার! দীপাবলির পরেই বদলাবে শনিদেবের গতি! ৪ রাশির জাতক পাবেন বিপুল লাভ 'মনের অসুর পরাজিত...' বিয়ের পর প্রথম দেবী বরণ, ছবি পোস্ট করে বার্তা সোহিনীর একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতা 'পেয়ার দোস্তি হ্যায়…' শাহরুখের ডায়লগ ধার করেই প্রেমের ইস্তেহার অনুষা-আদিত্যর? 'SC যে জানে না, এমন নয়… তাই সন্দেহ', বকেয়া ডিএ শুনানি নিয়ে বিস্ফোরক মামলাকারী অল উইন রেকর্ড ধরে রাখতে মরিয়া রোনাল্ডোর পর্তুগাল! মাঠে নামছে স্পেন, ক্রোয়েশিয়াও… ওয়াকফ বিলের আলোচনায় কর্ণাটক প্রসঙ্গ কেন? সংসদীয় যৌথ কমিটির বৈঠক বয়কট বিরোধীদের সরকারি কর্মীদের লক্ষ্মীলাভ, বোনাস নিয়ে জারি বড় নির্দেশিকা, জানুন বিশদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.