ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবার প্রধানমন্ত্রী হিসাবে তাঁর ভোট-ভাগ্যের অগ্নিপরীক্ষায় নামতে চলেছেন। এদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন ৪ জুলাই হতে চলেছে ব্রিটেনে সাধারণ নির্বাচন। ফলত, এবার সুনাকের সামনে ভোটের মহারণ। প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসাবে ভোটের ময়দানে নামছেন।
১০, ডাউনিং স্ট্রিটে তাঁর অফিসের সামনে থেকে ভোটের ঘোষণার সময় থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান,'এখন ব্রিটেনের ভবিষ্যৎ বেছে নেওয়ার মুহূর্ত।' তিনি বলেন,'আগামী ৪ জুলাই আমাদের সাধারণ নির্বাচন হবে'। এদিকে, ৪৪ বছর বয়সী সুনাককে ২০২২ সালের অক্টোবরে কনসারভেটিভ পার্টির প্রধান হিসাবে বেছে নেওয়া হয়। দলের অভ্যন্তরীণ ভোটপর্বের পর তাঁকে বাছা হয়েছিল। ২০১৬ সালে ব্রিটেনে ব্রেক্সিট পর্বের পর এই নিয়ে তৃতীয় সাধারণ নির্বাচন হতে চলেছে ব্রিটেনে। প্রসঙ্গত, কিছুদিন আগে, লন্ডনে মেয়র পদের ভোটে সুনাকদের কনসারভেটিভ পার্টি বড়সড় ধাক্কা খায়। সেবার জয়জয়কার হয়েছিল বিপক্ষের লেবার পার্টির। জয়ের হ্যাট্রিক করে লন্ডনের মেয়র পদে বসেন লেবার পার্টির সাদিক খান। ভোটের আগে বহু সমীক্ষায় দাবি করা হয়েছিল যে সর্বকালের খারাপ ফল স্থানীয় ভোটে করতে চলেছে সুনাকদের দল কনজারভেটিভ পার্টি। সেই জায়গা থেকে এই ভোট বেশ তাৎপর্যবাহী। সমীক্ষা বলছে, আগামী নির্বাচনেও লেবার পার্টির জয়জয়কার হতে পারে।
এদিকে, দেশে সাধারণ নির্বাচন কবে হবে, তা নিয়ে বহু দিন ধরে ছিল জল্পনা। নিয়ম বলছিল ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ব্রিটেনে করতে হবে ভোট। এদিকে, ঋষি সুনাক বলেছিলেন, ২০২৪ সালের পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় পর্বে এই ভোট হবে। সেই অনুযায়ী, তাঁর ইঙ্গিত দেওয়া সময়ের আগেই ভোট ঘোষণা করে দিলেন ঋষি। কোভিড-১৯ মহামারীর মাধ্যমে ব্যবসায়িকদের সাহায্যকারী তথাকথিত ফার্লো স্কিমের প্রবর্তন সহ একাধিক স্কিমকে নজরে হাইলাইট করে এবার ভোটের প্রচার তুঙ্গে রাখতে চাইছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। এদিকে, বিবিসি, ঐইটিভি , স্কাই নিউজ সহ একাধিক মিডিয়া হাউস জানিয়েছিল, নিজের অফিসের সামনে থেকেই ভোটের ঘোষণা করবেন ঋষি। সেই মতো, মন্ত্রিসভার বৈঠকের পরই ১০, ডাউনিং স্ট্রিট থেকে ঋষি ভোটের তারিখ জানিয়ে দেন।