বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Vote: 'দূরত্ব' আরও ঘুচিয়ে কাকা শিবপালকে স্টার প্রচারকের মর্যাদা অখিলেশের! সমীকরণে নজর রাজনৈতিক মহলের

UP Vote: 'দূরত্ব' আরও ঘুচিয়ে কাকা শিবপালকে স্টার প্রচারকের মর্যাদা অখিলেশের! সমীকরণে নজর রাজনৈতিক মহলের

শিপবাল যাদবের সঙ্গে ভাইপো অখিলেশ। ছবি সৌজন্য- ANI Photo (HT_PRINT)

সমাজবাদী পার্টির তরফে জারি করা স্টার প্রচারকদের নামের তালিকায় রয়েছেন অখিলেশপত্নী ডিম্পল, রয়েছেন খোদ পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তবে তালিকায় নজর কেড়েছেন মুলায়মের ভাই ও অখিলেশের কাকা শিবপাল যাদব।

পারিবারিক দ্বন্দ্বের জেরে মুলায়ম সিং যাদবের ভাই শিবপালের সঙ্গে বহু আগেই দূরত্ব তৈরি হয়েছিল অখিলেশের। সপা ছেড়ে বহু আগেই নতুন দল গঠন করেন শিবপাল। তবে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার ঘরেই এই বিবাদ দলকে ২০২২ নির্বাচনে আরও দুর্বল করে দিতে পারে বলে অনেকেই মনে করছিলেন। এদিকে, ভোটের মুখেই ভাইপোর সাথে হাত মেলানোর বার্তাও দিয়েছিলেন শিবপাল। এদিকে, গঙ্গা দিয়ে বহু জল গড়ানোর পর শেষমেশ অখিলেশ দলের স্টার প্রচারক হিসাবে মর্যাদা দিলেন কাকা শিবপালকে।

উল্লেখ্য, ভোট লড়াইয়ের মাঝেই সপা প্রতিষ্ঠাতা মুলায়মের পরিবারের ব্যক্তিগত সমীকরণ বহু ক্ষেত্রেই উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রভাব ফেলেছে। ২০২২ ভোটের আগে যেখানে মুলায়মের ছোট পুত্রবধূ অপর্ণা ছেড়েছেন সমাজবাদী পার্টি, সেখানে পরিবারের আরও কাছে আসতে দেখা যাচ্ছে মনক্ষুণ্ণ শিবপাল যাদবকে। উল্লেখ্য, সমাজবাদী পার্টির তরফে জারি করা স্টার প্রচারকদের নামের তালিকায় রয়েছেন অখিলেশপত্নী ডিম্পল, রয়েছেন খোদ পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। তবে তালিকায় নজর কেড়েছেন মুলায়মের ভাই ও অখিলেশের কাকা শিবপাল যাদব। উল্লেখ্য, এই তালিকায় রয়েছেন বাংলার নামী সমাজবাদী পার্টি নেতা কিরণ্ময় নন্দও। এছাড়াও তালিকায় রয়েছেন রামগোপাল যাদব, স্বামী প্রসাদ মৌর্যরা। উল্লেখ্য, বিজেপি শিবির ছএড়ে এসে এই প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যই যোগ দিয়েছিলেন সপায়। আর যোগ দিতেই তিনি হুঙ্কারের সুরে বলেছিলেন, তিনি যে শিবিরে থাকেন, জিত সেই শিবিরেরই হয়।

উল্লেখ্য উত্তরপ্রদেশের ভোট শুরুর আগেই শিবপাল যাদবের প্রতিষ্ঠিত প্রগতিশীল সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টি যৌথভাবে প্রচারে নেমেছে। এরই মাঝে সমাজবাদী পার্টির তরফে শিবপাল যাদবকে দেওয়া হয় আলাদা সম্মান। দেওয়া হয়েছে স্টার প্রচারকের মর্যাদা।

 

বন্ধ করুন