বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Election: ‘BJP, সমাজবাদী পার্টিকে তিন তালাক দেওয়ার সময় এসেছে’,ভোট প্রচারে স্টেপআউট ওয়াইসির

UP Election: ‘BJP, সমাজবাদী পার্টিকে তিন তালাক দেওয়ার সময় এসেছে’,ভোট প্রচারে স্টেপআউট ওয়াইসির

আসাদউদ্দিন ওয়াইসি (ছবি সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)

ওয়াইসি বলেন, ‘মনে হয় যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদব একে অপরের ভাই। তাঁরা হয়ত আলাদা হয়ে গিয়েছিলেন। দুই জনের মানসিকতা একই রকমের। দুই জনেই নিষ্ঠুর এবং অহংকারী।’

উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে পরধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘তিন তালাক’ প্রসঙ্গ তুলে এনেছেন বারংবার। এবার সেই ‘তিন তালাক’ প্রসঙ্গ তুলেই বিজেপিকে পাল্টা খোঁচা দিলেন এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়ে জালাউন জেলায় এক জনসভায় ওয়াইসি বলেন, ‘বিজেপি ও সমাজবাদী পার্টি, উভয়কেই তিন তালার দেওয়ার সময় এসেছে।’ ওয়াইসি এদিন দুই দলকেই একই মুদ্রার দু’টি পৃথক পিঠ বলে উল্লেখ করেন।

ওয়াইসি বলেন, ‘মনে হয় যোগী আদিত্যনাথ এবং অখিলেশ যাদব একে অপরের ভাই। তাঁরা হয়ত আলাদা হয়ে গিয়েছিলেন। দুই জনের মানসিকতা একই রকমের। দুই জনেই নিষ্ঠুর এবং অহংকারী।’ তিনি বলেন যে আদিত্যনাথ নিজেকে ‘দিল্লিতে বসে থাকা সুলতানের (রাজা) বা ওয়াজির (প্রধানমন্ত্রী)’ মনে করেন। তিনি যোগ করেন যে রাজনীতিতে যিনি সম্রাট হয়ে যান তাঁকে অপসারণ করতে হয়।

এআইএমআইএম প্রধান আরও বলেন যে আদিত্যনাথ এবং অখিলেশ উভয়কেই ঘরে বসানোর সময় এসেছে উত্তরপ্রদেশের মানুষের কাছে। তিনি বলেন, ‘দলিত, পিছিয়ে পড়া, সংখ্যালঘু ও দরিদ্ররা তখনই উপকৃত হবেন যখন তাঁদের (যোগী ও অখিলেশ) ঘরে বসিয়ে দেওয়া সম্ভব হবে।’ হায়জরাবাদের সাংসদ বলেন যে আদিত্যনাথ এবং অখিলেশ উভয়ই সংবিধানকে কোনও গুরুত্ব দেন না এবং শুধুমাত্র ‘নিজের জন্য ক্ষমতা অর্জন করতে’ চান।

ওয়াইসি বলেন যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ‘হিন্দুত্বে’র নামে অনগ্রসর শ্রেণীর ভোটে জিতেছিল বিজেপি। কিন্তু ‘বাবা’কে (আদিত্যনাথ) ক্ষমতায় বসায় বিজেপি। তিনি পরে ‘ঠাকুরবাদ’ (ঠাকুরদের প্রচার) নীতি গ্রহণ করেন। অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিকে আক্রমণ করে এআইএমআইএম প্রধান বলেন যে তাদের শাসনামলে একমাত্র ‘চাচা, নাতি এবং পোতা’র উন্নয়ন হত।

বন্ধ করুন