বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Election: ‘যদি ১০ মার্চ... তাহলে কোনওদিন ফিরব না ভারতে’, সরাসরি যোগীকে চ্যালেঞ্জ KRK-র!

UP Election: ‘যদি ১০ মার্চ... তাহলে কোনওদিন ফিরব না ভারতে’, সরাসরি যোগীকে চ্যালেঞ্জ KRK-র!

কামাল আর খান (ছবি সৌজন্যে হিন্দুস্তান)

এর আগে ২০১৪ সালে নরেন্দ্র মোদীকে নিয়েও এমনই এক টুইট করেছিলেন কেআরকে।

উত্তরপ্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। সেরাজ্যে তৃতীয় পর্বে ভোটগ্রহণ ২০ ফেব্রুয়ারি। এই আবহে চলচ্চিত্র সমালোচক তথা অভিনেতা কামাল রশিদ খান ওরফো কেআরকে বড় প্রতিশ্রুতি করে ফেললেন যোগীকে নিয়ে। এক টুইট করে কেআরকে সরাসরি যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ করেন এবং প্রতিশ্রুতি করেন যে যোগী পরাজিত না হলে তিনি কখনই আর ভারতে ফিরবেন না।

কেআরকে টুইট করে লিখেছেন যে আজ আমি প্রতিজ্ঞা করছি যে যদি ১০ মার্চ যোগী পরাজিত না হন, তবে আমি আর কখনও ভারতে ফিরব না। জয় বজরঙ্গবলি। KRK-এর এই টুইটের প্রেক্ষিতে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়াও দিয়েছেন। টুইটের কমেন্টে ব্যা্পক ট্রোল হতে হচ্ছে কেআরকে-কে।

এক টুইটার ব্যবহারকারী কেআরকে-কে ২০১৪ সালের একটি টুইট মনে করান, যোখানে এই অভিনেতা দাবি করেছিলেন যে নরেন্দ্র মোদী যদি জিতে যান তাহলে তিনি কোনওদিন ভারতে ফিরবেন না। উল্লেখ্য, কেআরকে তাঁর বিতর্কিত টুইটের জন্য প্রায়শই খবরে থাকেন। বলিউড এবং বিশেষ করে সালমান খানকে টার্গেট করে চলেন তিনি। একই সময়ে তিনি টুইটারে অদ্ভুত সব ভবিষ্যদ্বাণীও করতে থাকেন। অতীতেও কেআরকে স্পর্শকারর বেশ কিছু বিষয়ে বিতর্কিত টুইট করে শিরোনামে এসেছিলেন। এই মুহূর্তে নির্বাচন চলছে উত্তরপ্রদেশে। সাত দফার বিধানসভা নির্বাচনের মধ্যে দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি রয়েছে তৃতীয় দফার ভোট। এর মাঝে যোগীকে তোপ দেগে কেআরকের এমন বিষ্ফোরক টুইট শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বন্ধ করুন