আজ উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোটগণনা হল। লখনউ, বারাণসী, অযোধ্যার মতো শহরের পুরসভার ভাগ্য নির্ধারণ হল আজ। এই সবকটি শহরেই মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিজেপি প্রার্থী। নিছক স্থানীয় নির্বাচন হলেও ২০২৪ সালের আগে এই পুরভোটই উত্তরপ্রদেশে বিজেপির সেমিফাইনাল। শাসক দল অধিকাংশ পুরসভা দখল নেবে বলে ইতিমধ্যেই আভাস মিলেছে। উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার নির্বাচনী ফলাফলের হাইলাইটস দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলায়।
কর্ণাটকের ‘কষ্ট' লাঘব করল উত্তরপ্রদেশ, পুরভোটে ১০০% আসন জিতে ইতিহাস গড়ল বিজেপি
উত্তরপ্রদেশের নির্বাচনে ইতিহাস গড়ল বিজেপি। ১৭ টি পুরসভার মেয়র নির্বাচনেই জিতল গেরুয়া শিবির। সেই জয়কে ঐতিহাসিক হিসেবে অ্যাখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, 'এই প্রথমবার কোনও দল উত্তরপ্রদেশের সব মেয়র পদের আসনে জিতল।'
কী বললেন যোগী?
উত্তরপ্রদেশের পুরভোটে জয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘রাজ্যে দক্ষ প্রশাসন, উন্নয়ন এবং নিরাপত্তার কারণেই পুরনির্বাচনের এই ফলাফল।’
মিষ্টিমুখ যোগী এবং তাঁর দুই ডেপুটির
স্থানীয় পুর নির্বাচনে বড় জয়ের উদযাপন গেরুয়া শিবিরের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব লখনউতে দলের রাজ্য সদর দফতরে মিষ্টি মুখ করলেন।
নগর পঞ্চায়েত সদস্যদের ভোটেও উড়ছে গেরুয়া আবির
মোট ৭১৭৭টি নগর পঞ্চায়েত ওয়ার্ডের মধ্যে প্রকাশ করা হয়েছে ২৮৮৬টি ওয়ার্ডের। এর মধ্যে বিজেপি জিতেছে ৫৯৪টি ওয়ার্ডে, সমাজবাদী পার্টি জয়ী ১১৮টি, বিএসপি জয়ী ৮১টিতে এবং কংগ্রেস জিতেছে ২৯টি ওয়ার্ডে।
নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচনেও বিজেপির জয়জয়কার
নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রকাশ করা হয়েছে ৭৮টির ফল। মোট ৫৪৪টি পদের জন্য ভোটগ্রহণ হয়েছে। বিজেপি প্রার্থীরা এর মধ্যে জয়ী ৩০টিতে। সমাজবাদী পার্টি এবং বিএসপি জয়ী ৪টি করে পদে। কংগ্রেস জয়ী ১টিতে।
এখনও পর্যন্ত পুরপরিষদে ৩৯৭টি ওয়ার্ডে জয়ী বিজেপি
পুরপরিষদের সদস্যদের ভোটে এখনও পর্যন্ত ১৬৯৮টি ওয়ার্ডের (মোট ৫৩২৭টি ওয়ার্ডে ভোট হয়) ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিজেপি জয়ী ৩৯৭টি ওয়ার্ডে, সমাজবাদী পার্টি এগিয়ে ১১৮টি ওয়ার্ডে, বিএসপি ৬৬টি, কংগ্রেস জয়ী ৩০টিতে জয়ী।
পুরপরিষদের চেয়ারম্যান নির্বাচনেও এগিয়ে বিজেপি
পুরপরিষদের চেয়ারম্যান নির্বাচনেও এগিয়ে বিজেপি। ১৯৯টি পরিষদের মধ্যে এখনও পর্যন্ত ১৩টির ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে বিজেপি প্রার্থী জয়ী ৫টি পুরপরিষদে, সমাজবাদী পার্টির ৪ প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী। কংগ্রেস এবং বিএসপি খাতা খুলতে পারেনি। বাকি ৪টি পুরপরিষদের চেয়ারম্যান হিসেবে জিতেছেন নির্দলরা।
৫২৯টি ওয়ার্ডে জয়ী বিজেপি কর্পোরেটররা
কর্পোরেটর নির্বাচনে (ওয়ার্ড ভিত্তিক পুরনির্বাচনে) ১৪২০টির মধ্যে এখনও পর্যন্ত ৯৩৬টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৫২৯টি ওয়ার্ডে জয়ী বিজেপি, সমাজবাদী পার্টি জয়ী ১২১টি, বিএসপি জয়ী ৬৬টি এবং কংগ্রেস জয়ী ৫৬টিতে।
৬টি পুরনিগমের মেয়র পদের নির্বাচনে জয়ী বিজেপি, এগিয়ে বাকি ১১টিতে
এখনও পর্যন্ত ৬টি পুরনিগমের মেয়র পদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশে। তার মধ্যে সবকটিতেই জয়ী বিজেপি। বাকি ১১টি পুরনিগমের মেয়র নির্বাচনে এগিয়ে গেরুয়া শিবির।
বিজেপির ক্লিনসুইপ
উত্তরপ্রদেশের ১৭টি পুরনিগমের সবকটিরই মেয়র পদের নির্বাচনে জয়ী অথবা এগিয়ে বিজেপি। এর আগে ২০১৭ সালের স্থানীয় নির্বাচনে ১৬টি পুরনিগমে ভোট হয়েছিল। সেই নির্বাচনে ১৪টি শহরে মেয়র হয়েছিলেন বিজেপি প্রার্থী, দুই শহরে মেয়র হন বিএসপি নেতা। তবে এবারে বিরোধীদের কেউই কোনও পুরনিগমে মেয়র পদে জয়ী হয়নি।
১৭টি পুরনিগম, ১৯৯টি পুরপরিষদ এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতের ফল প্রকাশ আজ
আজ ১৭টি পুরনিগম, ১৯৯টি পুরপরিষদ এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতের ভোট গণনা হয়। সেই রাজ্যে মেয়র এবং কর্পোরেটরদের নির্বাচিত করার জন্য পৃথক ভোট হয়। অধিকাংশ পুর সংস্থায় সংখ্যাঘরিষ্ঠ ওয়ার্ডেই জয়ী বিজেপি। আরএলডি-র সঙ্গে জোট বেধেও সেভাবে ছাপ ফেলতে পারেনি সমাজবাদী পার্টি। এদিকে বিএসপি আগ্রায় মেয়র পদের নির্বাচনে বিজেপিকে কড়া টক্কর দিলেও পিছিয়ে পড়ে শেষ দিকে।
উত্তরপ্রদেশে বিজেপি ঝড়
কর্ণাটকের বিধানসভা নির্বাচন এবং লোকসভা উপনির্বাচনে হার বিজেপির। তবে সেদিনই উত্তরপ্রদেশের পুরভোটে বিজেপির ঝড়। কর্ণাটকে বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপির ‘মুখ’ ছিলেন মোদী। তবে সেরাজ্যে গেরুয়া শিবির হারতেই কংগ্রেস আক্রমণ শানিয়েছে, কর্ণাটকে মোদীর হার হয়েছে, রাহুল গান্ধীর জয় হয়েছে। তবে এরই মাঝে মোদীর বারাণসী সহ উত্তরপ্রদেশের ১৫টি পুরনিগমে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির প্রার্থী। বাকি ২টি পুরনিগমেও এগিয়ে বিজেপি প্রার্থী।
অযোধ্যাতেও ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে বিজেপি
অযোধ্যাতেও মেয়র নির্বাচনে ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে বিজেপি। এখানে ৩৩ হাজার ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। এদিকে সমাজবাদী পার্টি প্রার্থী পেয়েছেন প্রায় ১৬ হাজার ভোট।
বারাণসীতে এগিয়ে বিজেপি
বারাণসীতে মেয়র পদের নির্বাচনে এগিয়ে রয়েছে বিজেপি। এই পুরনির্বাচনে মেয়র পদে বিজেপি প্রার্থী পেয়েছেন প্রায় সাড়ে ১২ হাজার ভোট। সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন যে প্রায় ৭ হাজার ভোট। এখানে কংগ্রেস ৪০০০ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
মিরাটের পুরনির্বাচনে ৩৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি
মিরাটের পুরনির্বাচনে ৩৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। বিএসপি এগিয়ে ২৫টি ওয়ার্ডে। সমাজবাদী পার্টি এগিয়ে ১৫টি ওয়ার্ডে।
মিরাটে বিজেপি পিছিয়ে এআইএমআইএম-এর কাছে
উত্তরপ্রদেশের মিরাটে অভানীয়ভাবে বিজেপিকে টক্কর দিচ্ছে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। সেখানে মেয়র নির্বাচনে এআইএমআইএম প্রার্থী পেয়েছেন ২৩৯৬ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ২৩০৭ ভোট। এদিকে সমাজবাদী পার্টির প্রার্থীও খুব একটা পিছিয়ে নেই। তিনি পেয়েছেন ১৩৬৩ ভোট।
কানপুরে এগিয়ে বিজেপি
কানপুরে বিজেপির মেয়র প্রার্থী প্রায় ১৪ হাজার ভোট পেয়েছেন। সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন প্রায় ৯ হাজার ভোট। কংগ্রেস এই শহরে ৪ হাজার এবং বিএসপি ২ হাজারের কিছু বেশি ভোট পেয়েছে।
লখনউতে এগিয়ে বিজেপি
লখনউয়ের ১১০টি ওয়ার্ডের মধ্যে ৫৭টিতে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ২৮টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭টি ওয়ার্ড, বিএসপি এগিয়ে ৪টিতে।
আগ্রায় এগিয়ে বিএসপি
আগ্রা পুরনিগম নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন বিএসপি প্রার্থী লতা বাল্মীকি।
‘সুয়ার’ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে বিজেপি সমর্থিত আপনা দল প্রার্থী
আজম খানের ছেলের আসন ‘সুয়ার’ বিধানসভা উপনির্বাচনে এগিয়ে বিজেপি সমর্থিত আপনা দল প্রার্থী। আজম খানের ছেলের বিধায়ক পদ খারিজ হওয়ায় এই কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে।
আলিগড়ে এগিয়ে বিজেপি
আলিগড়ে বিজেপির মেয়র প্রার্থী ১০ হাজারের ওপর ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই পুরনিগমে সমাজবাদী পার্টি ৪ হাজার এবং কংগ্রেস প্রার্থী ৩ হাজারের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানের লড়াইতে রয়েছেন।
লখনউতে এগিয়ে বিজেপি
প্রথম দফার গণনা শেষে লখনউতে এগিয়ে বিজেপির মেয়র প্রার্থী সুষমা খারকওয়াল।
পুরনিগমের মেয়র নির্বাচনে একটি শহরে এগিয়ে কংগ্রেস
পুরনিগমের ভোটে ১৬টিতে এগিয়ে বিজেপি। একটিতে এগিয়ে কংগ্রেস। পিছিয়ে সমাজবাদী পার্টি, বিএসপি।
নগর পঞ্চায়েতের চেয়ারম্যান পদের লড়াইতে বিজেপি-সপা কড়া টক্কর
উত্তরপ্রদেশের ৫৪৪টি নগরপঞ্চায়েতের মধ্যে বিজেপির ২১ জন চেয়ারম্যান পদপ্রার্থী এগিয়ে। সমাজবাদী পার্টির ১৯ জন প্রার্থী এগিয়ে। বিএসপি-র ৪ জন এগিয়ে।
বারাণসী-লখনউ সহ ১৫টি শহরে এগিয়ে বিজেপি
মোদীর বারাণসীর পুরভোটে এগিয়ে গিয়েছে বিজেপি। লখনউতেও এগিয়ে গেরুয়া শিবির। তাছাড়া গোরক্ষপুর, মেরট, বরেলি সহ মোট ১৫টি শহরেই এগিয়ে গেরুয়া শিবির।
১৩টি পুসভাতে এগিয়ে বিজেপি
লখনউ, বারাণসী সহ উত্তরপ্রদেশের ১৩টি পুরসভার মেয়র পদের নির্বাচনে এগিয়ে গিয়েছে বিজেপি। বিএসপি এবং সমাজবাদী পার্টি একটি করে পুরসভার মেয়র পদে এগিয়ে রয়েছে প্রাথমিক গণনা শেষে।
শুরু হয়ে গেল উত্তরপ্রদেশ পুরির্বাচনের ভোটগণনা
শুরু হয়ে গেল উত্তরপ্রদেশ পুরির্বাচনের ভোটগণনা। গত ৪ এবং ১১ মে উত্তরপ্রদেশের ১৭টি পুরসভায় ভোটগ্রহণ হয়েছিল। মোট ১৪ হাজার ৬৪৮টি পদের জন্য হয়েছিল নির্বাচন। তবে সবারই নজর থাকবে ১৭টি শহরের মেয়র পদের দিকেই।
মিরজাপুরের ‘ছানবে’ বিধানসভা কেন্দ্র
ছানবের ভোট আদতে 'বউ বনাম মেয়ে'র। এখানে প্রাক্তন সাংসদের স্ত্রীর মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিধায়কের কন্যা। এই উপনির্বাচনটি আপনা দলের বিধায়ক রাহুল কোলের মৃত্যুর কারণে হয়েছিল।
রামপুরের ‘সুয়ার’ বিধানসভা কেন্দ্র
রামপুরের সুয়ার বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশিত। সেখানে সমাজবাদী পার্টি নেতা আজম খান এবং তাঁর ছেলে আবদুল্লাহ খান দলের পক্ষে প্রচার করেছেন। এদিকে বিজেপির সহযোগী আপনা দল এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এনডিএ-র হয়ে। তবে বিজেপি নেতারা এই আসনের জন্য সমাজবাদী পার্টির বিরুদ্ধে জোর প্রচার চালিয়েছেন।
উত্তরপ্রদেশের দুই বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা আজ
এদিকে আজকে উত্তরপ্রদেশের দুই বিধানসভা আসনের উপনির্বাচনেরও ফলাফল প্রকাশিত হবে। রামপুরের ‘সুয়ার’ বিধানসভা কেন্দ্র এবং মিরজাপুরের ‘ছানবে’ বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আজ।
গতবারের ফলাফল
এর আগে গত ২০১৭ সালের পুর নির্বাচনের সময় ১৬টি শহরে ভোট হয়েছিল। সেই সময় বিজেপি ১৪টি শহরে মেয়রপদে জিতেছিল। বাকি বিএসপি জিতেছিল দু'টি শহরে।
আগ্রা, মথুরায় হাড্ডাহাড্ডি লড়াই
ফিরোজাবাদ, আলিগড়, মথুরা, আগ্রা এবং মোরাদাবাদের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ইঙ্গিত মিলেছে বুথ ফেরৎ সমীক্ষায়।
কোন কোন শহরে জিততে পারে বিজেপি? কী বলছে সমীক্ষা?
বেরেলি, অযোধ্যা, লখনউ, গোরক্ষপুর, কানপুর, গাজিয়াবাদ, প্রয়াগরাজ, ঝাঁসি, বারাণসী এবং শাহজাহানপুরে বিজেপির মেয়র জিততে পারে বলে দাবি করা হয়েছে বুথ ফেরৎ সমীক্ষায়।
গত ৪ এবং ১১ মে উত্তরপ্রদেশে হয়েছিল পুরভোট
গত ৪ এবং ১১ মে উত্তরপ্রদেশের ১৭টি পুরসভায় ভোটগ্রহণ হয়েছিল। মোট ১৪ হাজার ৬৪৮টি পদের জন্য হয়েছিল নির্বাচন। তবে সবারই নজর থাকবে ১৭টি মেয়র পদের দিকেই।
কী বলছে বুথ ফেরৎ সমীক্ষা?
শাসক দল অধিকাংশ পুরসভা দখল নেবে বলে ইতিমধ্যেই দাবি করা হয়েছে বুথ ফেরফৎ সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, ১৭টির মধ্যে ১০টি পুরসভাতেই বিজেপি অনায়াসে মেয়র বসাতে পারবে। তাছাড়া একটি করে পুরসভা দখল করবে বিএসপি ও সমাজবাদী পার্টি। তবে বাকি পাঁচটি পুরসভায় হবে হাড্ডাহাড্ডি লড়াই।
উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোট গণনা
আজ উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার মেয়র নির্বাচনের ভোট গণনা। লখনউ, বারাণসী, অযোধ্যার মতো শহরের পুরসভার ভাগ্য নির্ধারণ হবে আজ। নিছক স্থানীয় নির্বাচন হলেও ২০২৪ সালের আগে এই পুরভোটই উত্তরপ্রদেশে বিজেপির সেমিফাইনাল।