বাংলা নিউজ > ভোটযুদ্ধ > UP Vote: 'জঙ্গির বিরুদ্ধে মামলা তুলে নেয় সমাজবাদী পার্টির সরকার', যোগীগড়ে অখিলেশদের তোপ মোদীর

UP Vote: 'জঙ্গির বিরুদ্ধে মামলা তুলে নেয় সমাজবাদী পার্টির সরকার', যোগীগড়ে অখিলেশদের তোপ মোদীর

হরদোইয়ের সভায় নরেন্দ্র মোদী। ছবি সৌজন্য- এএনআই।

বিজেপির সভা মঞ্চ থেকে সুর চড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, '২০০৭ সালে লখনউ ও অযোধ্যায় আদালতের ক্যাম্পাসে বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে সপার সরকার সন্ত্রাসবাদী তারিক কাজমির বিরুদ্ধে মামলা তুলে নেয়।

সদ্য আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডের রায়ে ৩৮ জন দোষীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। ২০০৮ সালের সেই ঘটনার স্মৃতি উস্কে গুজরাতে বিজেপি প্রশাসন ও উত্তরপ্রদেশের পুরনো সময়ের সপা প্রশাসনের তুলনা করেন মোদী। রবিবার উত্তরপ্রদেশের হারদোইতে ফের একবার সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। তিনি ওই বিজেপির সভামঞ্চ থেকে বলেন, 'সমাজবাদী পার্টির সরকার উত্তরপ্রদেশে হামলাকারী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিয়েছিল। রাজ্যে (উত্তরপ্রদেশে) যখন জঙ্গি হামলা হচ্ছিল, তখন সপা সরকার তাদের বিরুদ্ধে মামলা হতে দেয়নি।'

বিজেপির সভা মঞ্চ থেকে সুর চড়িয়ে নরেন্দ্র মোদী বলেন, '২০০৭ সালে লখনউ ও অযোধ্যায় আদালতের ক্যাম্পাসে বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে সপার সরকার সন্ত্রাসবাদী তারিক কাজমির বিরুদ্ধে মামলা তুলে নেয়। তবে আদালত সপা সরকারের ষড়যন্ত্রে জল ঢেলে,জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।' এখানেই শেষ নয়। নরেন্দ্র মোদী এদিনের ভাষণে বলেন, 'সমাজবাদী পার্টি ও কংগ্রেস নেতারা ওসামা বিন লাদেনকে 'জি' বলে সম্বোধন করেন। বাটালা হাউস এনকাউন্টারে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনায় ওঁরা কাদেন।'

উল্লেখ্য, ২০০৭ সালে উত্তরপ্রদেশে বিস্ফোরণ ও ২০০৮ সালে আমেদাবাদ বিস্ফোরণের ঘটনায় বিজেপি বনাম সমাজবাদী পার্টির মধ্যে প্রবল সংঘাত দেখা গিয়েছে। এই বিষয়ে আক্রমণের পারদ চড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ২০০৮ আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা গিয়েছে অখিলেশকে। উল্লেখ্য, রবিবার তৃতীয় দফার ভোট পর্ব চলেছে উত্তরপ্রদেশে। এখনও সেখানে বাকি রয়েছে, আরও ৪ পর্বের ভোটগ্রহণ। আর তারই মাঝে রাজনৈতিক পারদের উত্থান পতন তথা তোপ পাল্টা তোপের রেশ অব্যাহত।

 

বন্ধ করুন